TRENDING:

Pet Dog Munchkin: পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির

Last Updated:

Pet Dog Munchkin: অতীতে সে ছিল ইন্দোনেশিয়ার বালির এক পথকুকুর৷ এখন সে ডেভিড ডেনেস এবং ট্যাশ করবিনের পোষ্য৷ ডেভিডের সঙ্গেই সে রয়েছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আটকে থাকা পোষ্যকে নিউজিল্যান্ড (NewZealand) থেকে বড়দিনের সময় অস্ট্রেলিয়ায় (Australia) নিয়ে যেতে আস্ত একটা জেট ভাড়া করছেন এক জুটি৷ পোষ্যর নাম ‘মাঞ্চকিন’ (Munchkin)৷ অতীতে সে ছিল ইন্দোনেশিয়ার বালির এক পথকুকুর৷ এখন সে ডেভিড ডেনেস এবং ট্যাশ করবিনের পোষ্য৷ ডেভিডের সঙ্গেই সে রয়েছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে৷ ডেভিডের প্রেয়সী তথা লিভ ইন পার্টনার ট্যাশ রয়েছেন অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে (Couple plan to hire a private jet to spend the Christmas with their pet dog )৷
advertisement

দীর্ঘ পাঁচ মাস ধরে ডেভিড ও মাঞ্চকিনের সঙ্গে দেখা হয় না ট্যাশের৷ কোভিড পরিস্থিতিতে সব ওলটপালট হয়ে গিয়েছে৷ তাই ট্যাশ ঠিক করেছেন ৪৫ হাজার অস্ট্রেলীয় ডলার (৩২ হাজার মার্কিন ডলার) খরচ করে ভাড়া করবেন প্রাইভেট জেট৷ যাতে ডেভিড তাঁর কাছে আসতে পারেন পোষ্য মাঞ্চকিনকে নিয়ে৷ অর্থের পরিমাণ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়৷ কিন্তু বড়দিন তাঁরা একসঙ্গেই পালন করতে চান৷ তবে বিপুল খরচ সামলাতে প্রাইভেট জেটের বাকি চার আসন অন্যান্য পর্যটকদের কাছে বিক্রি করার কথা ভাবছে এই জুটি৷

advertisement

আরও পড়ুন : নখ দিয়ে যায় মানুষ চেনা, নখের আকৃতিই বলে দেয় মানুষের ব্যক্তিত্ব

ইন্দোনেশিয়ার পথকুকুর মাঞ্চকিনকে দত্তক নিয়েছেন ডেভিড ও ট্যাশ৷ তবে প্রথমে প্রাণীটিকে সিঙ্গাপুরে তিন বছর কাটাতে হয়েছে সিঙ্গাপুরে, বিভিন্ন পালক পরিবারের সঙ্গে৷ কারণ মেডিক্যাল পরীক্ষায় সেই চতুষ্পদ উত্তীর্ণ হতে পারেনি৷ বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়ায় পশুপ্রাণী নিয়ে আসার আইন বেশ কড়া৷

advertisement

আরও পড়ুন : পোশাক থেকে কসমেটিক্সের দাগ উঠতেই চাইছে না? রইল সহজ ঘরোয়া সমাধান

শেষ অবধি ট্যাশ ও ডেভিড নিউজিল্যান্ডে পাড়ি দেয় ২০১৯ সালে৷ অস্ট্রেলিয়ার পড়শি দেশ অবশ্য মাঞ্চকিনকে আশ্রয় দিতে আপত্তি করেনি৷ সেখানেই পোষ্যকে নিয়ে থাকতে শুরু করেন দুই তরুণ তরুণী৷ কিন্তু পাঁচ মাস আগে চিকিৎসাজনিত কারণে ট্যাশকে ফিরতেই হয় অস্ট্রেলিয়ায়৷ ডেভিডের সঙ্গে নিউজিল্যান্ডে থেকে যায় মাঞ্চকিন৷ অপেক্ষা করে কবে অস্ট্রেলিয়া থেকে প্রবেশাধিকারের সবুজ সঙ্কেত আসার৷

advertisement

আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গত ৫ বছর ধরে মাঞ্চকিনকে নিজেদের কাছে নিয়ে আসার প্রক্রিয়া যে এত মহার্ঘ্য হবে, সে সম্বন্ধে ভাবতেই পারেননি এই জুটি৷ তাঁরা ভেবেছিলেন সব প্রক্রিয়া দেড় মাসে হয়ে যাবে ৷ আর খরচ হবে ১০ হাজার অস্ট্রেলীয় ডলার মতো৷ কিন্তু সব হিসেব ওলট পালট হয়ে যায় ক’দিন পরই৷ এখন অবশ্য তাঁরা হিসেবে করা ছেড়ে দিয়েছেন৷ কিন্তু মাঞ্চকিনকে ছেড়ে যে থাকা অসম্ভব, সে কথা অনুভব করেছেন ডেনেস ও ট্যাশ দুজনেই৷ মাঞ্চকিন অবশ্য সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়৷ ডেনেস অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোষ্যের পরিচয় করিয়ে দিয়েছেন ‘মিলিয়ন ডলার মাঞ্চকিন’ নামে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Dog Munchkin: পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল