বিশালাকার এলাকা জুড়ে খেলার পরিবেশ, চারিদিকে গাছ, সাজানো ফুলের বাগান, রয়েছে খেলনা। একটা বিকেল ফুরফুরে বাতাসের সঙ্গে কাটানোর সুন্দর পরিবেশ এখানে। আবার সেখানেই রয়েছে ছোট্ট একটি স্টেশন। চলে ট্রেন। তাই কাজের ক্লান্তি কাটাতে একটা দিন ঘুরে আসবেন? দেরি না করে এই সপ্তাহ শেষেই ঘুরে দেখুন।
advertisement
কলকাতার খুব কাছেই এমন একটি সাজানো গোছানো বিশালাকার পার্ক। পার্কের মধ্যেই রয়েছে স্টেশন, যার নাম বিএনআর স্টেশন। কিছুটা সময় অন্তর সেখানে এসে দাঁড়ায় একটি ট্রেন। ট্রেন রাইড করে ঘোরা যাবে গোটা পার্ক। একটা গোটা দিনের পাশাপাশি অন্তত বিকেল বেলা ঘুরে দেখতে চাইলে সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গা। প্রসঙ্গত বাংলার সঙ্গে নাগপুরের মধ্যে রেলওয়ে যোগাযোগ স্থাপন করেছিল বি এন আর কোম্পানি। স্বাধীন ভারতের পর বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে পরবর্তীতে একাধিক ডিভিশনে ভাগ হয়। রেলওয়ে ডিভিশন এর নাম বদল হলেও ব্রিটিশ সময়ের সেই ধারাকে অব্যাহত রেখেছে এই ছোট্ট স্টেশন।
এখানে দূরপাল্লার কোনও ট্রেন দাঁড়ায় না। একটাই ট্রেন চলে, তাও রুট পার্কের মধ্যেই। তাই বাচ্চাদের জন্য এক সুন্দর জায়গায় এটি। জয় রাইড উপভোগ করতে চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন। পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে রয়েছে বিএনআর গার্ডেন বা রেলওয়ে পার্ক। এই পার্কের মধ্যেই রয়েছে সুবিশাল খেলার জায়গা, সোয়ান পার্ক, ছোট ছোট বাচ্চাদের খেলার লন, গোলাপের বাগান সহ টয়ট্রেন। প্রতিদিন বেশ ভালো ভিড় জমে এখানে।
শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এই পার্কে। সকাল দশটা থেকেই সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। স্বাভাবিকভাবে বিকেলে নিজেকে একটু রেহাই দিতে চাইলে ঘুরে আসুন রেল শহর খড়্গপুরে এই পার্ক থেকে। একদিকে যেমন মন ভালো হবে আপনার, তেমনইবাচ্চারাও মনের মত খেলতে পারবে এখানে।
Ranjan Chanda