TRENDING:

Couple or Family Friendly Park: বান্ধবী নাকি ফ্যামিলি কাকে নিয়ে যাচ্ছেন, ডেস্টিনেশন হোক এই পার্ক

Last Updated:

Couple or Family Friendly Park: বিকেলে কোথাও ঘুরে আসার প্ল্যান করছেন, ঘুরে দেখুন এক পার্ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: গ্রীষ্মের প্রথমে বেশ গরম পড়েছে চারিদিকে। বিকেলটা পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরে আসা প্ল্যান করছেন আপনিও। তবে আপনার জন্য পারফেক্ট এই জায়গা। বিকেলে পরিবার-পরিজন ছোট ছোট বাচ্চাদের নিয়ে সবুজের মধ্যে একটা দিন কাটান এখানে এসে। চারিদিকে গাছ, ফুলের বাগানে একটা দিন কাটান। মন ভাল হয়ে যাবে। শুধু তাই নয় বাচ্চাদের জন্য রয়েছে বিশাল খেলার জায়গা, বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এখানে।
advertisement

বিশালাকার এলাকা জুড়ে খেলার পরিবেশ, চারিদিকে গাছ, সাজানো ফুলের বাগান, রয়েছে খেলনা। একটা বিকেল ফুরফুরে বাতাসের সঙ্গে কাটানোর সুন্দর পরিবেশ এখানে। আবার সেখানেই রয়েছে ছোট্ট একটি স্টেশন। চলে ট্রেন। তাই কাজের ক্লান্তি কাটাতে একটা দিন ঘুরে আসবেন? দেরি না করে এই সপ্তাহ শেষেই ঘুরে দেখুন।

আরও পড়ুন – Sovan- Baisakhi On Dilip Ghosh Marriage: ‘আমাদের সম্পর্ক নিয়ে বোল্ডলি ফেস করেছি’:…দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যা বললেন শোভন-বৈশাখী

advertisement

কলকাতার খুব কাছেই এমন একটি সাজানো গোছানো বিশালাকার পার্ক। পার্কের মধ্যেই রয়েছে স্টেশন, যার নাম বিএনআর স্টেশন। কিছুটা সময় অন্তর সেখানে এসে দাঁড়ায় একটি ট্রেন। ট্রেন রাইড করে ঘোরা যাবে গোটা পার্ক। একটা গোটা দিনের পাশাপাশি অন্তত বিকেল বেলা ঘুরে দেখতে চাইলে সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গা। প্রসঙ্গত বাংলার সঙ্গে নাগপুরের মধ্যে রেলওয়ে যোগাযোগ স্থাপন করেছিল বি এন আর কোম্পানি। স্বাধীন ভারতের পর বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে পরবর্তীতে একাধিক ডিভিশনে ভাগ হয়। রেলওয়ে ডিভিশন এর নাম বদল হলেও ব্রিটিশ সময়ের সেই ধারাকে অব্যাহত রেখেছে এই ছোট্ট স্টেশন।

advertisement

View More

এখানে দূরপাল্লার কোনও ট্রেন দাঁড়ায় না। একটাই ট্রেন চলে, তাও রুট পার্কের মধ্যেই। তাই বাচ্চাদের জন্য এক সুন্দর জায়গায় এটি। জয় রাইড উপভোগ করতে চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন। পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে রয়েছে বিএনআর গার্ডেন বা রেলওয়ে পার্ক। এই পার্কের মধ্যেই রয়েছে সুবিশাল খেলার জায়গা, সোয়ান পার্ক, ছোট ছোট বাচ্চাদের খেলার লন, গোলাপের বাগান সহ টয়ট্রেন। প্রতিদিন বেশ ভালো ভিড় জমে এখানে।

advertisement

শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এই পার্কে। সকাল দশটা থেকেই সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। স্বাভাবিকভাবে বিকেলে নিজেকে একটু রেহাই দিতে চাইলে ঘুরে আসুন রেল শহর খড়্গপুরে এই পার্ক থেকে। একদিকে যেমন মন ভালো হবে আপনার, তেমনইবাচ্চারাও মনের মত খেলতে পারবে এখানে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Ranjan Chanda

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Couple or Family Friendly Park: বান্ধবী নাকি ফ্যামিলি কাকে নিয়ে যাচ্ছেন, ডেস্টিনেশন হোক এই পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল