TRENDING:

বছর বছর ঋতু পরিবর্তনের সময়ে ফিরে আসতে পারে করোনা ভাইরাস

Last Updated:

ফাওশির কথায় যে কোনও ভাইরাসই ঝড়ের গতিতে শক্তি বাড়াতে পারে শীতের মধ্যে। এবং একই সঙ্গে শীতকালে শরীরের প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক কমে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঋতু পরিবর্তনের সময় ঠিক যেমন জ্বর সর্দি লেগেই থাকে। তেমনই বিদায় নিয়েও ফের ফিরে আসতে পারে করোনা ভাইরাস। সেক্ষেত্রে প্রতিকার না বের করতে পারলে গোটা পৃথিবীই ধ্বংস হয়ে যাবে বলছেন মার্কিন গবেষকরা।
advertisement

মার্কিন জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক অ্যান্টনি ফাওশি ওই মুলুকে করোনার প্রতিষেধক অন্বেষণ করছেন যারা তাদের অন্যতম। তাঁর কথায়, দক্ষিণ গোলার্ধে শীতের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে।

ফাওশি বলছেন, দক্ষিণ আফ্রিকা-সহ দক্ষিণ গোলার্ধে একটা বড় অংশে করোনা ছড়াল শীতের মধ্যে। এবং বেশ ভাল আকারই ধারণ করেছে সংক্রমণ। ফলে আমাদের প্রস্তুতি রাখা জরুরি। দ্বিতীয় বার ফিরে আসতে পারে এই মারণ সংক্রমণ।এই কারণেই ফাওশি চটচলদি প্রতিষেধক খোঁজার কাজে জোর দিতে চাইছেন।

advertisement

এ যাবৎ দু'টি প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছে চিনে ও মার্কিন যুক্তরাষ্ট্রে।

সেরা ভিডিও

আরও দেখুন
রোমিও বাইকাররা রাস্তায় বাইক নিয়ে সাবধান, একটু এদিক-ওদিক হলেই এবার থেকে আর রক্ষে নেই
আরও দেখুন

ফাওশির কথায় যে কোনও ভাইরাসই ঝড়ের গতিতে শক্তি বাড়াতে পারে শীতের মধ্যে। এবং একই সঙ্গে শীতকালে শরীরের প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক কমে যায়। সেই কারণেই প্রতিষেধক না পেলে করোনা মুক্তি প্রায় অসম্ভব মনে করছেন এই বিজ্ঞানী।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বছর বছর ঋতু পরিবর্তনের সময়ে ফিরে আসতে পারে করোনা ভাইরাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল