TRENDING:

Coconut Hair Oil: চুলের বারোটা বাজাচ্ছে অধিকাংশ তেল! রইল চুলের যত্ন নেওয়ার সাধারণ টিপস

Last Updated:

Hair Problem: রাসায়নিক দিয়ে তৈরি কিছু কোম্পানির তেল মোটেও চুলের জন্য সেরা নয়। নারকেল তেলের বিকল্প নেই কিছুই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাথায় তেল না দিয়ে চুলের যে বারোটা বাজানো হচ্ছে এ নিয়ে বাড়ির বড়োদের বকাঝকা প্রায়ই সহ্য করতে হয় ছোটোদের। এই দেশে চুলের সমস্যা নিয়ে কথা উঠলেই যে যে পরামর্শ দেবেন মানুষ তার মধ্যে তেলের কথা আসবে না এমন হতেই পারে না। চুলের বৃদ্ধির জন্য বা চুল পড়ার সমস্যা মোকাবিলা করার উপায় হিসেবে মা ঠাকুমারা তেলকেই মোক্ষম অস্ত্র (Coconut Hair Oil) মনে করেছেন চিরকাল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চুলের তেল যে চুলের বৃদ্ধি ও পুষ্টিতে সম্পূর্ণরূপে অকার্যকর এমন নয়। তবে চুলের তেলের উপকারিতার পাশাপাশি নানান ভুল ধারণাও চলে আসছে সেগুলি কিন্তু ক্ষতিগ্রস্থ চুলের জন্য সত্যিই উপকারী নয়।
advertisement

আরও পড়ুন- প্রেমের লাল গোলাপ বইয়ের ভাঁজে শুকিয়ে কাঠ! সঠিক রঙের গোলাপ বাছুন প্রিয়জনের জন্য

চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ আঁচল পন্থ, একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে চুলের তেলের সঙ্গে জড়িত বেশ কয়েকটি ধারণা নিয়ে কথা বলেছেন। ডাঃ আঁচল পন্থ জানিয়েছেন যেভাবে চুলের তেলকে চুলের বৃদ্ধি (Coconut Hair Oil) এবং চুল পড়ার প্রতিকার হিসাবে বিবেচনা করা হয় তা বিভ্রান্তিকর। আসলে, চুলের তেল কন্ডিশনার হিসাবে কাজ করে যা একটি আবরণ তৈরি করে চুলকে সাহায্য করে। এছাড়াও, ডাঃ পন্থ এমন কিছু ধারণা নিয়েও আলোচনা করেছেন যাতে মনে করা হয় চুলের তেল মেখে সারারাত রেখে দিলে চুলের শক্তি এবং বৃদ্ধি বাড়বে।

advertisement

আরও পড়ুন- যৌনসুখ কমাতে সেলাই করে দেওয়া হয় যোনিপথ! ঘৃণ্য প্রথার বিরুদ্ধে গর্জে ওঠার দিন আজ

“সারারাত রেখে দিয়ে কোনো বাড়তি সুবিধা নেই। আপনি কয়েক ঘণ্টার মধ্যে চুল ধুয়ে ফেলতে পারেন,” ভিডিওটির ক্যাপশনে লিখেছেন আঁচল পন্থ। তিনি আরও জানিয়েছেন, চুলের তেল শুষ্ক, ক্ষতিগ্রস্থ এবং জট পড়া চুলের জন্য কন্ডিশনার হিসাবে কাজ করে। চুলে তেল লাগানোর সঠিক উপায় সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “চুলের নীচের অংশে (গোড়া থেকে ৪-৫ ইঞ্চি ছেড়ে) যেখানে গোড়া থেকে নিঃসৃত প্রাকৃতিক তেল পৌঁছায় না সেখানে তেল লাগানো ভালো।” খুশকির ক্ষেত্রে চুলে তেল ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তিনি।

advertisement

দেখুন ভিডিওটি:

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে শুরু, ১৭০ বছর ধরে লক্ষ মানুষের রোজগার ও যাতায়াতের ঠিকানা বর্ধমানের জংশন
আরও দেখুন

ডাঃ পন্থের মতে, রাসায়নিক দিয়ে তৈরি কিছু কোম্পানির তেল মোটেও চুলের জন্য সেরা নয়। নারকেল তেলের (Coconut Hair Oil) বিকল্প নেই কিছুই।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coconut Hair Oil: চুলের বারোটা বাজাচ্ছে অধিকাংশ তেল! রইল চুলের যত্ন নেওয়ার সাধারণ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল