Rose Day 2022: প্রেমের লাল গোলাপ বইয়ের ভাঁজে শুকিয়ে কাঠ! সঠিক রঙের গোলাপ বাছুন প্রিয়জনের জন্য
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Happy Rose Day 2022: প্রেম এবং প্রেমের গভীর স্রোতের প্রতীক লাল গোলাপ। প্রেমের গল্প শুরুও হয় গোলাপ দিয়ে, আর বইয়ের ভাঁজে রাখা শুকনো গোলাপ অনেক না হওয়া বা ফুরিয়ে যাওয়া প্রেমের সাক্ষ্য বহন করে।
#নয়াদিল্লি: আর কিছু ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে প্রেমের সপ্তাহ (Valentine's Week)। ভ্যালেন্টাইন সপ্তাহের সূচনা হয় গোলাপ দিবস (Rose Day 2022) দিয়ে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি উদযাপিত হয় রোজ ডে (Rose Day 2022)। প্রেমিক বা প্রেমিকাকে ভালোবেসে যেকোনও ফুলই তো দিতে পারেন, কেবল গোলাপ কেন? প্রেম এবং প্রেমের গভীর স্রোতের প্রতীক লাল গোলাপ। প্রেমের গল্প শুরুও হয় গোলাপ দিয়ে, আর বইয়ের ভাঁজে রাখা শুকনো গোলাপ অনেক না হওয়া বা ফুরিয়ে যাওয়া প্রেমের সাক্ষ্য বহন করে।
ROSE DAY : ৭ ফেব্রুয়ারি
ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মনের গোপন অনুভূতি প্রকাশের জন্য যখন শব্দ অপ্রতুল হয়, তখন একটি গোলাপ সেই অনেক কিছুর প্রতীক হয়ে দেখা দিতে পারে। গোলাপ দিবসে (Rose Day 2022) টকটকে লাল গোলাপ দিয়ে মনের মানুষকে ভালোবাসার কথা বলুন আপনিও।
advertisement
advertisement
৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস কাটাবেন কীভাবে?
একখানি গোলাপ অনেক না বলা কথার সমান। একগোছা গোলাপও দিতে পারেন প্রিয়জনকে। গোলাপকে যে নামে ডাকা হোক সে গোলাপই, কিন্তু গোলাপের প্রতিটা রঙের মানে এক নয়। লাল গোলাপ মানেই প্রেম এবং রোম্যান্স। হলদে গোলাপ বন্ধুত্বের রঙ। যদি সদ্য বিয়ে করে থাকেন বা নতুন সম্পর্ক শুরু করে থাকেন তবে প্রিয়জনকে সাদা গোলাপও দিতে পারেন। সাদা গোলাপ নতুন সূচনার প্রতীক। শুধু গোলাপ নয়, একখানা প্রেমপত্রও লিখে দিন। প্রেমের চিঠি আর গোলাপ এই দুইয়ের কদরই আলাদা।
advertisement
ভ্যালেন্টাইনস সপ্তাহ: ২০২২-এর বিশেষ দিনক্ষণ দেখে নিন এক ঝলকে:
প্রথম দিন Rose Day: ৭ ফেব্রুয়ারি (সোমবার)
দ্বিতীয় দিন Propose Day: ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)
তৃতীয় দিন Chocolate Day: ৯ ফেব্রুয়ারি (বুধবার)
চতুর্থ দিন Teddy Day: ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
পঞ্চম দিন Promise Day: ১১ ফেব্রুয়ারি (শুক্রবার)
ষষ্ঠ দিন Hug Day: ১২ ফেব্রুয়ারি (শনিবার)
advertisement
সপ্তম দিন Kiss Day: ১৩ ফেব্রুয়ারি (রবিবার)
অষ্টম দিন Valentine’s Day: ১৪ ফেব্রুয়ারি (সোমবার)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2022 9:49 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose Day 2022: প্রেমের লাল গোলাপ বইয়ের ভাঁজে শুকিয়ে কাঠ! সঠিক রঙের গোলাপ বাছুন প্রিয়জনের জন্য

