TRENDING:

রোগা হলেও ভুঁড়ি কমছে না? এই চায়ে রোজ চুমুক দিলেই জাদু হতে পারে, জেনে নিন

Last Updated:

সেক্ষেত্রে এই এক কাপ চায়েই জাদু হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওজন নিয়ে সমস্যায় ভুগছেন এমন মানুষের অন্ত নেই। তবে ওজন না বাড়লেও অকারণে ভুঁড়ি বেরিয়ে আসার সমস্যাতেও ভোগেন অনেকেই। হাজার চেষ্টা করেও পেট কামনো যায় না। সেক্ষেত্রে এই এক কাপ চায়েই জাদু হতে পারে। সকাল বেলা ঘুম থেকে উঠেই প্রয়োজন হয় এক কাপ গরম চা। আর এই চাই যদি মহাষৌধের মত কাজ করে তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তাই আসুন জেনে নিন পেটের চর্বি কমাতে এই অসাধারণ চা বানানোর পদ্ধতি এবং এর বিশেষ গুণাগুণ-
advertisement

এই চা তৈরি করা অত্যন্ত  সহজ এবংএটি বানাতে যে উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটি হল দারুচিনি। রান্নাঘরের এই উপাদানটির ওজন কমাতে বিশেষ সাহায্য করে।এই চা বানাতে এক কাপ জলে এক চামচ দারুচিনি  গুঁড়ো বা দারুচিনির কাঠি নিলেও চলবে। এর সঙ্গে এক চিমটি গোল মরিচ এবং এক চামচ মধু ও লেবুর রস নিতে হবে ।

advertisement

এই ম্যাজিকাল চা  প্রস্তুত করতে, একটি পাত্রে জল নিতে তাতে দারুচিনি, গোল গোলমরিচ ও লেবু দিয়ে ফুটিয়ে নিতে হবে।  এবার এই চা ভাল করে ফুটে গেলে কাপে ছেঁকে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনার চর্বি ঝরানোর বিশেষ টোটকা। তবে এতে চিনি না মিশিয়ে মধু দিয়ে খেতে হবে।

আরও পড়ুন: বিচ্ছেদের পরে আঁকড়ে ধরতে পারে বিষণ্ণতা! জেনে নিন মন ভাল রাখার কিছু সহজ টিপস

advertisement

পেটের মেদ কমাতে প্রতিদিন রাতে পান করতে হবে এই বিশেষ দারুচিনির চা। দারুচিনি চা পুষ্টিগুণে ভরপুর। এই চা পান করার পর মেটাবলিজম বাড়ে, দেহে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায়। দারুচিনি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে পরিপূর্ণ, যার কারণে এর চা পেট ফাঁপা সমস্যা থেকেও মুক্তি দেয়।

advertisement

আরও পড়ুন: পার্লারের মত উজ্জ্বলতা দেবে চালের গুঁড়োর ফেসপ্যাক! মসৃণ, স্বাস্থ্যবান ত্বক পেতে অবিশ্বাস্য কাজ করে এই উপাদান

দারুচিনি চা  ছাড়াও রান্নাঘরের  এমন অনেক  হিরে মানিক্য আছে যা মেদ ঝরাতে অত্যন্ত কার্যকর। যেমন জিরা জল।  এক গ্লাস জলে জিরে মিশিয়ে ফুটিয়ে নিলেই প্রস্তুত হয়েযাবে এই টোটকা। রাতের খাবারের ২০ মিনিট পরে এটি পান করতে হবে।

advertisement

এ ছাড়া লবঙ্গের জলও খাওয়া যেতে পারে। এই জল তৈরি করতে, এক গ্লাস জলে ৬ থেকে ৭ লবঙ্গ নিয়ে ফুটিয়ে ছেঁকে নিয়ে পান করতে হবে।পেট কমাতে আজওয়ানের পানিও পান করা যেতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা ৬০০ বছর পুরনো 'এই' কালীমন্দির
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোগা হলেও ভুঁড়ি কমছে না? এই চায়ে রোজ চুমুক দিলেই জাদু হতে পারে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল