পার্লারের মত উজ্জ্বলতা দেবে চালের গুঁড়োর ফেসপ্যাক! মসৃণ, স্বাস্থ্যবান ত্বক পেতে অবিশ্বাস্য কাজ করে এই উপাদান

Last Updated:

তবে এমন কিছু ঘরোয়া উপাদান আছে যা ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে।

সৌন্দর্য বাড়ানোর জন্য বাজারের নামী-দামি পণ্য ব্যবহার করেন অনেকেই। কিন্তু তারপরেও ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এমন কিছু ঘরোয়া উপাদান আছে যা ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে। রোজকার জীবনে চলতে গেলে রোজই ব্যবহৃত হয় এইসব উপাদান। আসুন জেনেনি ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে এমন এক উপাদানের নাম-
বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় চালের গুঁড়ো। বহু উপাদেয় পিঠে ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় এই উপাদান। কিন্তু ত্বকের যত্ন নিতেও এটি ব্যবহার করা যেতেই পারে। চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে উজ্জ্বল ও দাগমুক্ত ত্বক পাওয়া যেতেই পারে।
advertisement
advertisement
কীভাবে বানানো যাবে চালের গুঁড়োর ফেসপ্যাক-
ত্বক ভাল রাখতে এক চামচ চালের গুঁড়োতে গ্রিন টি ও লেবু মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক ভাল করে ঘাড়ে ও মুখে মেখে নিয়ে ১০ মিনিট রাখার পর ধুয়ে  নিতে হবে।
এক চামচ চালের গুঁড়োতে পরিমান মত দুধ ও ভিটামিন ই ক্যাপসুল  দিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক ভাল করে মুখে লাগিয়ে রাখলেই বদল বুঝতে পারবেন।
advertisement
মুখের কালো দাগ দূর করতে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে দুধর সর ও মধু মিশিয়ে মাখতে হবে। এতে মুখের কালে দাগ দূর করা যাবে।
চালের গুঁড়োতে টমেটোর রস মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এতে ত্বকের বিভিন্ন সমস্যা সহজেই দূর করা যাবে।
advertisement
এক চামচ চালের গুঁড়োতে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। পরে উষ্ণ জলে মুখ ধুয়ে নিলেই বদল লক্ষ্য করতে পারবেন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পার্লারের মত উজ্জ্বলতা দেবে চালের গুঁড়োর ফেসপ্যাক! মসৃণ, স্বাস্থ্যবান ত্বক পেতে অবিশ্বাস্য কাজ করে এই উপাদান
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement