TRENDING:

টম্যাটো ফ্লুতে আক্রান্ত ৫ বছরের কমবয়সি ৮২ শিশু, সন্তানের পেটখারাপও কি ইঙ্গিত

Last Updated:

এবার হাজির নতুন উপদ্রব, টম্যাটো ফ্লু (Tomato Flu)। উদ্বেগের বিষয় হল, টম্যাটো ফ্লুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৫ বছরের কমবয়সী শিশুরা। কেরল থেকে ইতিমধ্যেই ৮২ জনের আক্রান্তের খবর মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে যেন ভাইরাসের বাড়বাড়ন্ত। করোনা এখনও পুরোপুরি নির্মূল হয়নি। তার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। এবার হাজির নতুন উপদ্রব, টম্যাটো ফ্লু (Tomato Flu)। উদ্বেগের বিষয় হল, টম্যাটো ফ্লুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৫ বছরের কমবয়সি শিশুরা। কেরল থেকে ইতিমধ্যেই ৮২ জনের আক্রান্তের খবর মিলেছে। ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘টম্যাটো ফ্লু এখনও স্থানীয় পর্যায়ে রয়েছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়েনি। তাই এই ভাইরাস থেকে সতর্ক থাকার এটাই সময়’।
advertisement

টম্যাটো ফিভার কী: এন্টারোভাইরাস থেকে টম্যাটো ফ্লুর আবিভার্ব। এটা হাত, পা এবং মুখের একটা রোগ। এই ভাইরাসে আক্রান্ত হলে হাত, পা এবং মুখে লাল ফোস্কা পড়ে যায়। সঙ্গে জ্বর হয়। এই ফোস্কা দেখতে লাল টম্যাটোর মতো, তাই নাম টম্যাটো ফ্লু। কিছু গবেষণায় আবার বলা হয়েছে, টম্যাটো ফিভারে ভাইরাল সংক্রমণের পরিবর্তে শিশুদের মধ্যে ডেঙ্গু জ্বর কিংবা চিকুনগুনিয়ার মতো প্রভাব দেখা দিতে পারে।

advertisement

আরও পড়ুন: পায়ে হঠাৎ 'এই' লক্ষণ দেখা দিচ্ছে? সাবধান! মারাত্মক রোগের শিকার হতে পারেন আপনি!

বর্তমানে ভারতে টম্যাটো ফিভার কতটা ছড়িয়েছে: টম্যাটো ফিভারের প্রথম প্রাদূর্ভাব হয় কেরলের কোল্লাম জেলায়। ২০২২-এর ২৬ মে থেকে ২০২২-এর ২৬ জুলাই পর্যন্ত ৫ বছরের কমবয়সী ৮২-র বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ওড়িশাতেও ২৬ শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘আজ পর্যন্ত কেরল, তামিলনাড়ু এবং ওড়িশা বাদে ভারতের অন্য কোনও রাজ্যে টম্যাটো ফিভারে আক্রান্তের খবর পাওয়া যায়নি’।

advertisement

টম্যাটো ফিভারের লক্ষণ: টম্যাটো ফিভার অত্যন্ত সংক্রামক। শিশুরা তো বটেই, প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের মধ্যে টম্যাটো ফিভারের সাধারণ লক্ষণগুলি হল মাত্রাতিরিক্ত জ্বর, ফুসকুড়ি, জয়েন্টে ব্যথা, লাল এবং বেদনাদায়ক ফোস্কা যা টম্যাটোর আকারে বড় হয়, চামড়া জ্বালা অন্যতম। এছাড়া অন্যান্য উপসর্গ হল ক্লান্তি, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, জলশূন্যতা, জয়েন্ট ফুলে যাওয়া এবং শরীরে মারাত্মক ব্যথা।

advertisement

টম্যাটো ফিভার কীভাবে ছড়ায়: টম্যাটো জ্বর, অন্যান্য ভাইরাল সংক্রমণের মতোই ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। টম্যাটো ফিভার সংক্রমণের বেশ কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে অপরিচ্ছন্ন জায়গায় হাত দেওয়া, কোনও জিনিস সরাসরি মুখে দেওয়া, খেলনা, জামাকাপড়, খাবার এবং অন্যান্য জিনিস থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুন: পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে মুক্তি পাবেন কীভাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টম্যাটো ফিভারের চিকিৎসা: যেহেতু টম্যাটো ফ্লু চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর পাশাপাশি হাত, পা এবং মুখের রোগের মতো, চিকিৎসাও তাই অনেকটা একই রকম। যেমন কোয়ারেন্টাইন, বিশ্রাম, প্রচুর তরল পান এবং জ্বালা এবং ফুসকুড়ি উপশমের জন্য গরম জলের স্পঞ্জ। যেহেতু এটা সংক্রামক তাই ৫-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
টম্যাটো ফ্লুতে আক্রান্ত ৫ বছরের কমবয়সি ৮২ শিশু, সন্তানের পেটখারাপও কি ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল