TRENDING:

Chapati vs Brown Bread: রুটি নাকি ব্রাউন ব্রেড? কোনটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী?

Last Updated:

Chapati vs Brown Bread: সত্যি কি হাতরুটিকে (Chapati) বাদ দিয়ে ব্রাউন ব্রেড খাওয়া যায়? বা খেলেও, সেটা কতটা যুক্তিসঙ্গত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আধুনিক ডায়েটে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ব্রাউন ব্রেড (Brown Bread)৷ স্বাস্থ্য সচেতনরা মনে করেন, কম ক্যালরির ব্রাউন ব্রেড শরীরের জন্য সেরা৷ যাঁরা ডায়েটিং করেন তাঁরা অনেকেই লাঞ্চ ও ডিনার সারেন ব্রাউন ব্রেডে৷ কিন্তু সত্যি কি হাতরুটিকে (Chapati) বাদ দিয়ে ব্রাউন ব্রেড খাওয়া যায়? বা খেলেও, সেটা কতটা যুক্তিসঙ্গত?
advertisement

আরও পড়ুন : হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা

প্রথমেই মনে রাখা দরকার, রুটি তৈরি করা হয় গোটা গমের আটা (Whole wheat flour) থেকে৷ ফলে সেটি ফাইবারে পরিপূর্ণ৷ অন্যদিকে অভিযোগ, বাজারচলতি ব্রাউন ব্রেডে কিছুটা হলেও ময়দা থাকে৷ ফলে সে দিক দিয়ে কিছুটা হলেও পুষ্টির দৌড়ে রুটির তুলনায় পিছিয়ে ব্রাউন ব্রেড৷ ফার্মান্টেশন, প্রসেসিং এবং প্রিজার্ভেশন প্রক্রিয়া থাকে না রুটি তৈরিতে৷ বরং, আটা মেখে, বেলে, ভেজে, সেঁকে তৈরি হওয়া এই খাবারে পুষ্টিমূল্য অটুট থাকে৷ কিন্তু ফার্মান্টেশন, প্রসেসিং, প্রিজারভেটিভ ছাড়া কোনও পাউরুটিই তৈরি করা যায় না৷ তাই ব্রাউন ব্রেডও এর ব্যতিক্রম নয়৷

advertisement

আরও পড়ুন : আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ

সব ধাপ পেরিয়ে ব্রাউন ব্রেড যখন আমাদের খাওয়ার জন্য আসে তখন তার পুষ্টিমূল্য অনেক কমে যায়৷ তাছাড়া পাউরুটিতে থাকা ইস্ট সকলের পরিপাকক্রিয়ার সহায়ক নাও হতে পারে৷ রুটিতে ফাইবার, কার্বোহাইড্রেটস, সল্যুবল ফাইবার এবং প্রোটিন আছে৷ ফলে শরীরের জন্য অনেক বেশি উপকারী৷ রুটিতে থাকা ফাইবার আমাদের কর্মশক্তি বাড়িয়ে তোলে৷ রক্ত সংবহন প্রক্রিয়া ঠিক রাখে৷ রুটি খেলে পাউরুটির তুলনায় পেট অনেক বেশি পূ্র্ণ বলে মনে হয় ৷ বলে টুকটাক চোখের খিদের অভ্যাস থাকে না৷

advertisement

আরও পড়ুন : ডেঙ্গু থেকে দূরে থাকতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

রুটির সল্যুবল ফাইবার হজম করাও সোজা৷ সহজেই দ্রবীভূত হয়ে যায়৷ কিন্তু পাউরুটি অনেক সময়েই হজম করা কঠিন হয়ে পড়ে৷ দোকানে তৈরি ব্রাউন ব্রেডে অনেক সময়েই রং যোগ করার অভিযোগ ওঠে৷ ফলে সেই উপাদান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ রুটির ক্ষেত্রে এই সম্ভাবনার অবকাশ নেই৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chapati vs Brown Bread: রুটি নাকি ব্রাউন ব্রেড? কোনটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল