বাড়ির টবে ক্যাপসিকাম চাষের জন্য প্রথমে জল নিষ্কাশনের জন্য গর্ত আছে এমন একটি পাত্র নিন ৷ এটি গাছের গোড়ায় জল জমা প্রতিরোধ করে গাছকে সুস্থ রাখবে ৷ পাত্র বা টবের মধ্যে ভাল করে মাটি মিশিয়ে নিন ৷ এবার তাতে ১/৪ ইঞ্চি গভীরে বীজগুলি দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন ৷ এরপর কিছুটা জল স্প্রে করুন ৷ ক্যাপসিকাম উষ্ণ আবহাওয়ায় দ্রুত বাড়ে ৷ গাছটিকে ৮ থেকে ১০ দিন বাড়ির ভিতরে রাখুন ৷
advertisement
আরও পড়ুন: কোন ‘ফলে’ সবচেয়ে বেশি ‘ক্যালসিয়াম’ থাকে বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, শিওর!
বীজ বা চারা সংগ্রহ করে নিচের দিকে ছিদ্রযুক্ত একটি টব বাছাই করতে হবে, যেন অতিরিক্ত জল নিষ্কাশনে সুবিধা হয়। টবের মাটির সঙ্গে এক-তৃতীয়াংশ জৈব সার মেশাতে হবে। চারা রোপণের কমপক্ষে ২০ দিন পর থেকে এক চামচ করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত পরিমিত জল দিতে হবে যেন মাটি শুকিয়ে না যায়।
চারা একটু বড় হলে শক্ত খুঁটি দিতে হবে যাতে হেলে না পড়ে যায়। এ ছাড়া গাছের গোড়ার আগাছা থাকলে সেগুলো সাবধানে তুলে ফেলতে হবে। চারা বসানোর প্রায় দুই মাস পর থেকে অর্থাৎ চারা গাছ তিন মাস হলেই ফল দিতে শুরু করে।ক্যাপসিকামের পাতায় যেন রোগের উপদ্রব না হয়। এ থেকে রক্ষা পেতে নিম বীজের দ্রবণ অথবা সাবান–জল স্প্রে করা যেতে করা যেতে পারে। এভাবেই খুব সহজে বাড়ির টবে ক্যাপসিকাম চাষ করতে পারবেন।
পিয়া গুপ্তা