ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীলতাকে সংজ্ঞায়িত করা হয়নি। এতে শুধু বলা হয়েছে, কেউ যদি পাবলিক প্লেসে অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল অঙ্গভঙ্গি বা এই জাতীয় কোনও অশ্লীল কাজ করেন যা সামাজিক নিয়মের পরিপন্থী, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
চুম্বন সম্পর্কেও এখানে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বাবা বা মা সন্তানকে চুম্বন করতেই পারেন। কিন্তু পাবলিক প্লেসে স্বামী-স্ত্রীর পরস্পরকে চুম্বন করা বা অ-বিবাহিত দম্পতির একে অপরকে চুম্বন করা অপরাধ হিসেবে গণ্য হবে না যতক্ষণ না তা শালীনতা এবং নৈতিকতার সীমা অতিক্রম করছে।
advertisement
আরও পড়ুন: ১ মিনিটের চুমুতে কত ক্যালোরি কমে জানেন? ২ ধরনের কিস-এ ভিন্ন ফলাফল! রইল উপকারিতা
এটা অপরাধ কি না তার ভিত্তি হবে সেখানকার পরিবেশ এবং সেই বিশেষ সমাজের মনোভাবের উপর। প্রকাশ্যে চুম্বন করার ব্যাপারে কারও আপত্তি থাকলে তিনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। তবে এই ধরনের অনেক ক্ষেত্রে হাই কোর্ট এটিকে ১৯, ১ ধারায় মত প্রকাশের স্বাধীনতার ক্যাটাগরিতে রেখেছে।
আরও পড়ুন: এক চুমুতেই যায় চেনা, সঠিক সঙ্গী বাছাইয়ের মোক্ষম উপায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়
চুম্বন, আলিঙ্গন, শরীরে হাত বলানো, শরীর উন্মুক্ত করা আইনত নিষিদ্ধ। ভারতীয় আইনের চোখে জনসমক্ষে এগুলো করা ‘অশ্লীল কাজ’। ফৌজদারি মামলা হতে পারে। শাস্তি ৩ মাসের জেল অথবা জরিমানা কিংবা দুটোই।
আইপিসি-র ২৯৪ ধারায় অশ্লীল কাজ করার জন্য তিন মাসের জেল এবং জরিমানার বিধান রয়েছে। এছাড়াও, যদি কেউ অশ্লীল গান গান বা পাবলিক প্লেসে বা তার আশেপাশে অশ্লীল শব্দ ব্যবহার করেন, তবে পুলিশ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় ব্যবস্থা নিতে পারে।
কোন দেশে জনসমক্ষে চুম্বন করা যায়: পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার মতো পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশেই জনসমক্ষে চুম্বন, আলিঙ্গন স্বাভাবিক ঘটনা। তবে প্রকাশ্যে যৌন কার্যকলাপ সে দেশে অপরাধ।