TRENDING:

Camphor Benefits: গরমে ঘুম হচ্ছে না? মাথায় উকুনের জ্বালা? আপনার মুশকিল আসান এই উদ্বায়ী

Last Updated:

Camphor Benefits: আরশোলা, মথ ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব কম হয় কর্পূরের ব্যবহারে ৷ পুজো পার্বণের অন্যতম কর্পূর ত্বক ও চুলের পরিচর্যায় অনন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদ্বায়ী হলেও কর্পূরের গুণ অসংখ্য ৷ ভেপার রাব, বাম, বিভিন্ন তেলের উপকরণ হিসেবে কর্পূর গুরুত্বপূর্ণ ৷ আরশোলা, মথ ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব কম হয় কর্পূরের ব্যবহারে ৷ পুজো পার্বণের অন্যতম কর্পূর ত্বক ও চুলের পরিচর্যায় অনন্য ৷
নানা অসুখ সারানো যায় তেমনই ত্বক এবং চুলের যত্নেও এটা অদ্বিতীয়। কীভাবে? দেখে নেওয়া যাক।
নানা অসুখ সারানো যায় তেমনই ত্বক এবং চুলের যত্নেও এটা অদ্বিতীয়। কীভাবে? দেখে নেওয়া যাক।
advertisement

# ত্বকের কোনও অংশে যন্ত্রণা হলে বা ফুলে গেলে কর্পূর ম্যাজিকের মতো কাজ করে ৷ সংক্রমণের ফলে লালভাব কমিয়ে দেয় ৷ সেই অংশ অবশ করে দেয় বলে তাৎক্ষণিকভাবে টের পাওয়া যায় না যন্ত্রণা ৷

# কর্পূরতেল জলে মিশিয়ে ব্যবহার করা হয় Skin Rash-এর ক্ষেত্রে ৷

# নখের সংক্রমণ কমাতে কর্পূর তেলের সেঁকের কোনও জুড়ি নেই ৷

advertisement

#  শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চর্মরোগের মধ্যে একজিমা খুবই সংক্রামক ৷  একজিমা উপশমে কর্পূর ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন : ব্রেস্টেও হয় অ্যাকনে, অস্বস্তিকর এই সমস্যার কারণ কী?

# যাঁদের অনিদ্রা রোগ আছে, তাঁদেরও মুশকিল আসান কর্পূর ৷ রাতে ঘুমনোর সময় কর্পূর তেলের কিছু ফোঁটা দিয়ে নিন বালিশের আবরণে ৷ তেলের মিষ্টি গন্ধে ঘুম চলে আসতে বাধ্য ৷

advertisement

# সর্দি কাশির সংক্রমণে যাঁরা প্রায়ই ভোগেন, বুকে পিঠে কর্পূরতেল মালিশ করুন ৷ যন্ত্রণার উপশম হবে ৷

আরও পড়ুন :  রক্তাল্পতায় ভুগছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি

# আপনার রোজকার মাথার তেলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা কর্পূর তেল ৷ তার পর ওই মিশ্রণ স্ক্যাল্পে মালিশ করুন ৷ এর ফলে রক্ত সঞ্চালন দ্রুত হবে স্ক্যাল্পে ৷ চুল পড়ার হার কমবে ৷ নতুন চুল গজাবে ৷

advertisement

আরও পড়ুন : সুমধুর প্রেম কি বদলে গিয়েছে বিষাক্ত সম্পর্কে? বলে দেবে এই লক্ষণগুলি

# অনেকেই মাথার চুলে উকুনের সমস্যায় নাজেহাল হয়ে যান ৷ তাদের ক্ষেত্রেও কর্পূর খুব উপকারী ৷ কর্পূর গুঁড়ো করে মিশিয়ে নিন নারকেল তেলে ৷ তার পর ওই মিশ্রণ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথায় ভাল করে মালিশ করুন ৷ সকালে হাল্কা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন ৷ নির্বংশ হবে উকুন ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Camphor Benefits: গরমে ঘুম হচ্ছে না? মাথায় উকুনের জ্বালা? আপনার মুশকিল আসান এই উদ্বায়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল