দন্ত বিশেষজ্ঞ মৈনাক মুখোপাধ্যায় বলেন, ” হঠাৎ দাঁত ভেঙে গেলে, যদি দাঁতটা মাঝখান থেকে ভেঙে না গিয়ে থাকে গোটা দাঁত যদি খুলে আসে তাহলে সেই দাঁতকে সংরক্ষণ করা সম্ভব। তার জন্য জিহ্বার নিচে, স্যালাইন জল , ডাবের জল কিংবা দুধের মধ্যে ভিজিয়ে অতিদ্রুত সম্ভব রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।আর সবচেয়ে সহজ উপায় হল নিজের থুতুর মধ্যে সেই দাত্তিকে রেখে বাটি শুদ্ধ চিকিৎসকের কাছে চলে আসতে হবে তাহলে দাঁতটিকে বাঁচানো যায়।”
advertisement
এছাড়াও কোন দাঁত যদি আঘাতপ্রাপ্ত হয়ে আংশিক ভেঙে যায় তবে সেই অংশটি নিয়ে দ্রুত ডেন্টাল সার্জনের কাছে নিয়ে গেলে অনেক ক্ষেত্রে বিশেষ চিকিৎসা (লাইট কিউর রেস্টোরেশন) এর মাধ্যমে আগের জায়গায় স্থাপন করা সম্ভব হয়। আর যদি সেটি না করা যায় তবুও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দাঁতটিকে পুনরায় আগের মতো করা কসমেটিক ডেন্টিস্ট্রির একটি সফল চিকিৎসা হিসেবে বিবেচিত। এতে দাঁত তার আগের সৌন্দর্য ফিরে পায় এবং কার্যক্ষমতা ও বজায় থাকে।
ডাক্তারবাবুর কথায় , দুর্ঘটনাবশত কোন দাঁত নড়ে গেলেও তা রক্ষা করা সম্ভব। স্থায়ী দাঁত হলে তার জন্য অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। নড়ে যাওয়া দাঁতে ফাংশনাল স্প্লিন্টিং এর মাধ্যমে আবারও দাঁতটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তবে কিছু আঘাত অনেক বেশি মারাত্মক হতে পারে যেমন সড়ক দুর্ঘটনায় দাঁত, চোয়াল, নাক, মুখমন্ডলের হাঁড় ভেঙে যেতে পারে। রক্ত ক্ষরণ ছাড়াও মাড়ি ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সেক্ষেত্রে একজন ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন এর কাছে যেতে হবে অবশ্যই।
অনির্বাণ রায়