TRENDING:

Dental Health: আঘাত লেগে হঠাৎ দাঁত ভেঙে গেলে সেই দাঁতই আবার ফিরে পাওয়া ‌যায়! কীভাবে জানুন

Last Updated:

হঠাৎ দাঁত ভেঙে গেলে, যদি দাঁতটা মাঝখান থেকে ভেঙে না গিয়ে থাকে গোটা দাঁত যদি খুলে আসে তাহলে সেই দাঁতকে সংরক্ষণ করা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: আঘাত লেগে দাঁত আংশিক ভেঙে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া কিংবা সম্পূর্ণ দাঁত উঠে আসা খুবই প্রচলিত ঘটনা। ডেন্টাল ইমার্জেন্সি কেস হিসেবে আঘাতজনিত দন্ত-দুর্ঘটনার রোগী ডেন্টাল সার্জন প্রায়শই চিকিৎসা করে থাকেন। তবে দাঁত ভেঙে গেলে সেই দাঁত জোড়া লাগানো সম্ভব। তার জন্য কিছু বিশেষ জিনিস করতে হয়। তাহলে সেই ভাঙা দাঁত সংরক্ষণ করা সম্ভব।
advertisement

দন্ত বিশেষজ্ঞ মৈনাক মুখোপাধ্যায় বলেন, ” হঠাৎ দাঁত ভেঙে গেলে, যদি দাঁতটা মাঝখান থেকে ভেঙে না গিয়ে থাকে গোটা দাঁত যদি খুলে আসে তাহলে সেই দাঁতকে সংরক্ষণ করা সম্ভব। তার জন্য জিহ্বার নিচে, স্যালাইন জল , ডাবের জল কিংবা দুধের মধ্যে ভিজিয়ে অতিদ্রুত সম্ভব রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।আর সবচেয়ে সহজ উপায় হল নিজের থুতুর মধ্যে সেই দাত্তিকে রেখে বাটি শুদ্ধ চিকিৎসকের কাছে চলে আসতে হবে তাহলে দাঁতটিকে বাঁচানো যায়।”

advertisement

এছাড়াও কোন দাঁত যদি আঘাতপ্রাপ্ত হয়ে আংশিক ভেঙে যায় তবে সেই অংশটি নিয়ে দ্রুত ডেন্টাল সার্জনের কাছে নিয়ে গেলে অনেক ক্ষেত্রে বিশেষ চিকিৎসা (লাইট কিউর রেস্টোরেশন) এর মাধ্যমে আগের জায়গায় স্থাপন করা সম্ভব হয়। আর যদি সেটি না করা যায় তবুও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দাঁতটিকে পুনরায় আগের মতো করা কসমেটিক ডেন্টিস্ট্রির একটি সফল চিকিৎসা হিসেবে বিবেচিত। এতে দাঁত তার আগের সৌন্দর্য ফিরে পায় এবং কার্যক্ষমতা ও বজায় থাকে।

advertisement

ডাক্তারবাবুর কথায় , দুর্ঘটনাবশত কোন দাঁত নড়ে গেলেও তা রক্ষা করা সম্ভব। স্থায়ী দাঁত হলে তার জন্য অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। নড়ে যাওয়া দাঁতে ফাংশনাল স্প্লিন্টিং এর মাধ্যমে আবারও দাঁতটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তবে কিছু আঘাত অনেক বেশি মারাত্মক হতে পারে যেমন সড়ক দুর্ঘটনায় দাঁত, চোয়াল, নাক, মুখমন্ডলের হাঁড় ভেঙে যেতে পারে। রক্ত ক্ষরণ ছাড়াও মাড়ি ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সেক্ষেত্রে একজন ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন এর কাছে যেতে হবে অবশ্যই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dental Health: আঘাত লেগে হঠাৎ দাঁত ভেঙে গেলে সেই দাঁতই আবার ফিরে পাওয়া ‌যায়! কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল