তার প্রাপ্ত নম্বর ৪৬৯। কলাবিভাগের এই ছাত্রের সবচেয়ে বেশি নম্বর এসেছে ভূগোলে। তার এই বিষয়ে প্রাপ্ত নম্বর ৯৮। এই বিষয় নিয়ে আগামীতে পড়াশুনো চালিয়ে যাওয়া সমস্যা। খরচ রয়েছে প্রচুর। তাই ইতিহাস নিয়ে আগামীতে পড়ার ইচ্ছে রয়েছে তার।কুণালের এতো ভাল ফলাফল দেখে খুশি পরিবারের সদস্যরা। কালচিনি ব্লকের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা কুণাল শীল। পরিবারের বাবা, মা, ছাড়াও রয়েছে তার দাদাও। সেও কষ্ট করেই চালিয়েছে তার পঠন-পাঠন।তবে ভাইয়ের যাতে সেই কষ্ট করতে না হয় তাই সর্বদা তার পাশে ছিলেন দাদা। কুণালের কথায়, “সংসারে আর্থিক অনটন তো রয়েছে।তবে সে সবের মাঝেও আমার বাবার পাশাপাশি, আমার দাদা আমাকে অনেকটা সাহায্য করছে। আগামীতে শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়াই লক্ষ্য।”
advertisement
আকাশ সমান অসুবিধা থাকলেও ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান কুণালের বাবা ও মা। কুণালের মা পুতুল শীল জানান “ছেলে নিজে কষ্ট করে এবং তার দাদার সাহায্যে এই ফল পেয়েছে।আগামীতেও যত কষ্টই হোক না কেন তাকে পড়ানোর চেষ্টা করব।”