বোগেনভিলিয়ায় জন্য প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনও মাটি, তার সঙ্গে বালি মাটি ও জৈব সার ভালভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করুন। এই গাছে খাবারের খুব প্রয়োজন হয় সেজন্য এই মাটির সঙ্গে এক চামচ পটাশ ব্যবহার করতে পারেন। তবে এই গাছ কী ভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিত জানালেন বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা নুরুদ্দিন।
advertisement
আরও পড়ুন: এসি-কুলার ভুলে যান…! ঘর থাকবে Super Cool! জেনে নিন ১০ দুর্দান্ত চটজলদি, নির্ঝঞ্ঝাট ‘উপায়’
টবে গাছ করার ক্ষেত্রে একটি মাঝামাঝি আকারের টব বাছাই করতে হবে। এই গাছ বেশ কষ্টসহিষ্ণু গাছ। নার্সারি থেকে নানান রঙের “ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে দেবেন। প্রথমে খানিকটা জল দিয়ে দেবেন। তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না। জৈব সার হিসেবে দিতে পারেন সরষের খোলা, পচা গোবর সার, পাতা পচা সার, কিংবা রান্না ঘরের বর্জ্য পদার্থ পচানো সার ব্যবহার করতে পারেন।
বোগেনভেলিয়া রোদ পছন্দ করে। সেজন্য কড়া রোদের মধ্যে এই গাছ রেখে দেবেন। এইটুকু যত্ন করলেই আপনি সারা গ্রীষ্মকালের পাশাপাশি শীতের সময়ও এই ফুল গাছে ভর্তি ফুল দেখতে পাবেন। যেহেতু এই গাছ বেশি জল পছন্দ করে না সেজন্য বর্ষাকালে ফুল কিছুটা কম পেতে পারেন। তবে মন খারাপ করবেন না। শীতকালে, গ্রীষ্মকালে যখন গাছভর্তি ফুল হবে তখন এমনিতেই আপনার মন আনন্দে ভরে উঠবে।
জুলফিকার মোল্যা





