অনেকে বলেন, ব্লাউজে ভাল ফিটিং পেতে এবং মোটা বাহু লুকনোর জন্য ব্লাউজের হাতা সেলাই করে নিতে হয়। যাই হোক, এখানে কিছু ব্লাউজের ডিজাইনের হালহদিশ দেওয়া হল। এগুলো পরলে বাহু স্লিম দেখাবে সন্দেহ নেই।
আরও পড়ুনঃ কিছুতেই ওজন কমছে না? ফলেই লুকিয়ে বিপদ! খাওয়ার সময় 'এই' ৫ ভুল করছেন না তো?
advertisement
ফুল হাতা ব্লাউজ ডিজাইন: বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে বহুবার ফুল স্লিভ ব্লাউজে দেখা গিয়েছে। বাহু মোটা হলে ফুল স্লিভে চর্বি কম দেখায়। সম্ভব হলে গাঢ় রঙ বেছে নিতে হবে। কালো ব্লাউজ সব রঙ এবং প্যাটার্নের শাড়ির সঙ্গে ভাল মানায়। শুধু তাই নয়, এই রঙ হাতের চর্বি লুকিয়ে রাখতেও সাহায্য করে। হাত দেখায় স্লিম। এছাড়াও মনে রাখতে হবে, হাতা ফিটিং না হলেও হাত মোটা দেখাতে পারে।
ঝিলমিল হাতা ব্লাউজ ডিজাইন: বাহু রোগা দেখাবে না কি মোটা সেটা নির্ভর করে ব্লাউজের কাপড়ের উপর। এর জন্য উজ্জ্বল বা স্ট্রেচেবল ফ্যাব্রিক ব্যবহার করা উচিত। নেট, ভেলভেট বা সিমার লুকের ফ্যাব্রিকের ব্লাউজ তৈরি করা যায়। এই ধরনের কাপড়ে হাত আরও স্লিম দেখায়। শুধু তাই নয়, এগুলোর ফিটিংও খুব ভাল। এছাড়া ফুল স্লিভ ব্লাউজে প্লেট লাগানো যায়। এতেও হাতের মেদ লুকনো যাবে, বাহু দেখাবে স্লিম।
থ্রি ফোর্থ সাইজের হাতা ডিজাইন: থ্রি ফোর্থ সাইজের হাতাওলা ব্লাউজ দেখতে খুব সুন্দর। বাহুর অতিরিক্ত চর্বিও এই হাতার নকশায় লুকিয়ে ফেলা যায়। কেউ যদি প্রিন্টেড ব্লাউজ সেলাই করেন তাহলে হাতা তৈরিতে প্রিন্টেড নেট ফ্যাব্রিক ব্যবহার করতে পারেন। এতেও মোটা বাহু স্লিম দেখায়। ভারি ও হালকা উভয় শাড়িতেই ব্লাউজের হাতা তিন-চতুর্থাংশ রাখা যায়। এই ধরনের ডিজাইনের ব্লাউজ দুই ধরনের শাড়ির সঙ্গেই ভাল মানায়।