TRENDING:

Parenting Advice: বাচ্চাকে সুঅভ্যাস শেখাতে হলে আগে বাবা মায়েরা নিজেরা বদ অভ্যাস ছাড়ুন, পরামর্শ সুধা মূর্তির

Last Updated:

Parenting Tips: অভিভাবকদের উচিত বাচ্চাদের সামনে সঠিক উপায়ে কাজ করা যাতে বাচ্চাদের মধ্যেও সঠিক অভ্যাস সঞ্চারিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রথমবার বাবা মা হচ্ছেন যারা সুধা মূর্তি (Sudha Murthy) প্রত্যেকের কাছেই অনুপ্রেরণা (Parenting Advice)। কেবলমাত্র একজন ব্যবসায়ী, লেখক এবং সমাজকর্মীই নন সুধা মূর্তি সন্তানদের সঠিকভাবে বড় করতে (parenting advice) চাওয়া প্রত্যেকের কাছেই নির্ভরযোগ্য পথপ্রদর্শক। বেশ কয়েকটি অনুষ্ঠানে সুধা বাবা মায়েদের ভূমিকার বিষয়ে কথা বলেছেন। দুই সন্তানের মা সুধা সবসময়ই চেষ্টা করেছেন কীভাবে অন্য বাবা মায়েরাও সন্তানদের সঠিকভাবে সুন্দর মানূষ গড়ে তুলতে পারেন। এখানে রইল সুধা মূর্তির অভিভাবকত্বের কিছু পরামর্শ (best parenting advice)।
advertisement

আরও পড়ুন- মা হতে চাইছেন? আগে জেনে নিন কোন কোন অভ্যাস ছাড়তে হবে এখনই

আপনার বাচ্চাদের সামনেই কাজ করুন

সুধা মূর্তি বাবা মায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, অভিভাবকদের উচিত বাচ্চাদের সামনে সঠিক উপায়ে কাজ করা যাতে বাচ্চাদের মধ্যেও সঠিক অভ্যাস সঞ্চারিত হয়। যদি কোথাও লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার উচিত লাইন না ভেঙে ধৈর্য ধরে অপেক্ষা করা যাতে আপনার সন্তানরাও (Parenting Advice) একই অভ্যাস শিখতে পারে।

advertisement

আপনি যতই ধনী হন না কেন সন্তাদের অর্থের মূল্য শেখান

২০১৭ সালে সুধা মূর্তি মুম্বইয়ের যমুনাবাই নরসি ক্যাম্পাসে একটি ঘটনার কথা শেয়ার করেন। তাঁর ছেলে রোহন মূর্তি একটি পাঁচতারা হোটেলে নিজের জন্মদিনের পার্টি করতে চেয়েছিল। তিনি তার সন্তানকে বুঝিয়েছিলেন যে, প্রচুর অর্থ থাকলেই কেউ অসাধারণ হয়ে যায় না। জন্মদিন প্রতি বছর আসে, তাই এমন উপলক্ষ্যে হাজার হাজার টাকা খরচ করা বুদ্ধিমানের সিদ্ধান্ত নয়। সুতরাং অর্থ যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করুন, যেখানে খুশি সেখানে নয়।

advertisement

আরও পড়ুন- ১০/১২ ঘণ্টা বসে কাজ? শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অচিরেই, আস্থা রাখুন স্ট্রেচিংয়ে

আপনার সন্তানদের জায়গা দিন

SheThePeople-এর একটি সাক্ষাত্কারে সুধা মূর্তি শিশুদের ক্ষেত্রে ‘স্পেস’-এর গুরুত্ব (Parenting Advice) সম্পর্কে কথা বলেছেন। অনেক বাবা মায়ের অভ্যাস থাকে যে তাঁরা সন্তানদের হাতে সবকিছু দিয়ে দেন এবং বাচ্চাদের নানান কাজ, খাওয়া, পড়াশোনা ইত্যাদি করতে বাধ্য করেন। যখনই বাচ্চারা কিছু করতে অস্বীকার করছে সেই মুহূর্তে বাবা মায়েদের বাচ্চাদের ছেড়ে দিতে হবে। সুধা আরও জানান, বাচ্চাদের দুঃখের সময় ওদের আলাদা করে ছেড়ে দেওয়া উচিত। প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন থাকে, শিশুদেরও। তাই যখন তারা কথা বলতে চাইছে না তখন ভয় পাবেন না, নিজেদের মতো একটু থাকতে দিন।

advertisement

আপনার সন্তানকে মুক্ত করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাবা মায়েরা প্রায়ই বাচ্চাদের পড়তে, নতুন জিনিস শিখতে, খেলাধুলো করতে, পড়াশোনায় তুখোড় হতে এবং আরও অনেক কিছু করতে বাধ্য করেন। বাচ্চাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার পরিবর্তে অভিভাবকদের উচিত তাদের মুক্ত করা এবং বাচ্চদের যেটা পছন্দ সেটাই বেছে নেওয়া উচিত। যদি চান বাচ্চারা পড়াশোনা করুক, তবে ওদের সামনে নিজেরা বই পড়ুন যাতে বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে সেই অভ্যাসটি (Parenting Advice) পায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Parenting Advice: বাচ্চাকে সুঅভ্যাস শেখাতে হলে আগে বাবা মায়েরা নিজেরা বদ অভ্যাস ছাড়ুন, পরামর্শ সুধা মূর্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল