আরও পড়ুন- মা হতে চাইছেন? আগে জেনে নিন কোন কোন অভ্যাস ছাড়তে হবে এখনই
আপনার বাচ্চাদের সামনেই কাজ করুন
সুধা মূর্তি বাবা মায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, অভিভাবকদের উচিত বাচ্চাদের সামনে সঠিক উপায়ে কাজ করা যাতে বাচ্চাদের মধ্যেও সঠিক অভ্যাস সঞ্চারিত হয়। যদি কোথাও লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার উচিত লাইন না ভেঙে ধৈর্য ধরে অপেক্ষা করা যাতে আপনার সন্তানরাও (Parenting Advice) একই অভ্যাস শিখতে পারে।
advertisement
আপনি যতই ধনী হন না কেন সন্তাদের অর্থের মূল্য শেখান
২০১৭ সালে সুধা মূর্তি মুম্বইয়ের যমুনাবাই নরসি ক্যাম্পাসে একটি ঘটনার কথা শেয়ার করেন। তাঁর ছেলে রোহন মূর্তি একটি পাঁচতারা হোটেলে নিজের জন্মদিনের পার্টি করতে চেয়েছিল। তিনি তার সন্তানকে বুঝিয়েছিলেন যে, প্রচুর অর্থ থাকলেই কেউ অসাধারণ হয়ে যায় না। জন্মদিন প্রতি বছর আসে, তাই এমন উপলক্ষ্যে হাজার হাজার টাকা খরচ করা বুদ্ধিমানের সিদ্ধান্ত নয়। সুতরাং অর্থ যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করুন, যেখানে খুশি সেখানে নয়।
আরও পড়ুন- ১০/১২ ঘণ্টা বসে কাজ? শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অচিরেই, আস্থা রাখুন স্ট্রেচিংয়ে
আপনার সন্তানদের জায়গা দিন
SheThePeople-এর একটি সাক্ষাত্কারে সুধা মূর্তি শিশুদের ক্ষেত্রে ‘স্পেস’-এর গুরুত্ব (Parenting Advice) সম্পর্কে কথা বলেছেন। অনেক বাবা মায়ের অভ্যাস থাকে যে তাঁরা সন্তানদের হাতে সবকিছু দিয়ে দেন এবং বাচ্চাদের নানান কাজ, খাওয়া, পড়াশোনা ইত্যাদি করতে বাধ্য করেন। যখনই বাচ্চারা কিছু করতে অস্বীকার করছে সেই মুহূর্তে বাবা মায়েদের বাচ্চাদের ছেড়ে দিতে হবে। সুধা আরও জানান, বাচ্চাদের দুঃখের সময় ওদের আলাদা করে ছেড়ে দেওয়া উচিত। প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন থাকে, শিশুদেরও। তাই যখন তারা কথা বলতে চাইছে না তখন ভয় পাবেন না, নিজেদের মতো একটু থাকতে দিন।
আপনার সন্তানকে মুক্ত করুন
বাবা মায়েরা প্রায়ই বাচ্চাদের পড়তে, নতুন জিনিস শিখতে, খেলাধুলো করতে, পড়াশোনায় তুখোড় হতে এবং আরও অনেক কিছু করতে বাধ্য করেন। বাচ্চাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার পরিবর্তে অভিভাবকদের উচিত তাদের মুক্ত করা এবং বাচ্চদের যেটা পছন্দ সেটাই বেছে নেওয়া উচিত। যদি চান বাচ্চারা পড়াশোনা করুক, তবে ওদের সামনে নিজেরা বই পড়ুন যাতে বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে সেই অভ্যাসটি (Parenting Advice) পায়।