TRENDING:

Special Ghugni: লম্ফর আলোয় বিক্রি এই ঘুগনির স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে ভুলতে পারবেন না

Last Updated:

Special Ghugni: বহরমপুরে এসে সবাই একবার খেতে চান নিলুপদ ধরের দোকানে ঘুগনি। আর যিনি একবার এই স্বাদে মজেছেন তিনি বারবার আসেন রসনাকে তৃপ্ত করতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। শুধু জেলার গুরুত্বপূর্ণ শহর নয়, রাজ্যেরও একটি গুরুত্বপূর্ণ শহর তার ভৌগোলিক অবস্থানের জন্য। সারা বছরই পর্যটক ও নানা কাজে সাধারণ মানুষ ভিড় জমান এই শহরে। তবে যে যে কাজেই আসুন না কেন, বহরমপুরে এসে সবাই একবার খেতে চান নীলুপদ ধরের দোকানে ঘুগনি। আর যিনি একবার এই স্বাদে মজেছেন তিনি বারবার আসেন রসনাকে তৃপ্ত করতে।
advertisement

বিগত প্রায় ৪২ বছরেরও বেশি সময় ধরে বহরমপুর শহরে এই ঘুগনি বিক্রি করছন নীলুপদ ধর, তবে বর্তমানে ঘুগনি বিক্রি করেন তার ছেলে বিশ্বনাথ ধর। সন্ধ্যা নামতেই ঘুগনি খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বহরমপুরে  গির্জার মোড়ের কাছেই ঘুগনি বিক্রি করেন বিশ্বনাথ ধর।

আরও পড়ুন : প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি

advertisement

হরেক কিসিমের ঘুগনি আর জিভে জল আনা স্বাদই তার খাবারের বৈশিষ্ট্য। প্লেন ঘুগনি, খাসির মাংসের ঘুগনি, মুরগির মাংসের ঘুগনি, আলুর দম, মেটে চচ্চড়ি-সহ নানা খাবার থাকে তাঁর কাছে। তবে মাংসের ঘুগনির চাহিদাই বেশি। তবে এখনও কেরোসিনের তেলে লম্ফ জ্বেলে ঘুগনি বিক্রি হয় এই দোকানে।

View More

আরও পড়ুন : শৈশবে অপছন্দ গানবাজনা, অজান্তেই সুরলোকের বরপুত্র মিয়াঁ তানসেনের এই উত্তরসাধক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিক্রেতা বিশ্বনাথ ধরের কথায়, ‘‘ প্রায় ৪২ বছর ধরে বহরমপুর শহরের গির্জার মোড়ের কাছে এই ঘুগনি বিক্রি করি। শুধু বহরমপুর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসেন এই ঘুগনি খেতে। আমার কাছে বিভিন্ন রকমের ঘুগনি পাওয়া যায়। অনেকেই চেটেপুটে খান, অনেকেই বাড়ি নিয়ে যান।’’ এক ক্রেতা জানান, ‘‘এই  ঘুগনি খুবই সুস্বাদু। তবে নিলু ধরের ছেলে বিশ্বনাথ ধর এখন এই ঘুগনি বিক্রি করছেন। তাই মাঝে মাঝে আসি। ঘুগনির টানে ছুটে আসি আমরা।’’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Special Ghugni: লম্ফর আলোয় বিক্রি এই ঘুগনির স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে ভুলতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল