TRENDING:

Bengali Sweets for Bhaiphonta 2025: জলভরা-কাজু বরফি তো ছিলই, ভাইফোঁটায় এবার কী কী নতুন মিষ্টি বাজার কাঁপাচ্ছে? কেনার আগে জানুন

Last Updated:

Bengali Sweets for Bhaiphonta 2025: দোকানে দোকানে ভিড়, ভাইফোঁটায় রং-বেরঙের মিষ্টির বাহার! দেখুন এবার কী কী নতুন মিষ্টি এল বাজারে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতি: ভাইফোঁটা মানেই ভাইয়ের কপালে ফোঁটা, আর পাশে থালায় সাজানো মিষ্টির পাহাড়! তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগরার মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। বোনেরা একে একে লাইনে দাঁড়িয়ে কিনে নিচ্ছেন ভাইয়ের পছন্দের মিষ্টি।
advertisement

কিন্তু জানেন কি, এবারে কোন মিষ্টি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? দোকানিদের কথায়, এবারের ভাইফোঁটার হিট আইটেম ম্যাংগো সন্দেশ, চকলেট সন্দেশ আর কাজু বরফি! কাঁথি, এগরা, পটাশপুর সর্বত্র এই নতুন ফ্লেভারের চাহিদা আকাশছোঁয়া। মিষ্টির দোকানদাররা বলছেন, “এবারের ভাইফোঁটায় বোনেরা-ভাইয়ের জন্য একটু আলাদা কিছু দিতে চান। তাই ম্যাংগো সন্দেশ, কাঁচা আমের রসগোল্লা, চকলেট সন্দেশ, কাজু বরফি, মালাই রোল– সব কিছুই বিশেষভাবে বানানো হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: ‘তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে…’, ‘আশিকি’ নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!

এগরার শহরের এক জনপ্রিয় মিষ্টি দোকানি চন্দন কুমার খিলা বলেন, “প্রতি বছরই ভাইফোঁটার সময় নতুন কিছু বানানোর চেষ্টা করি। এবার আমাদের দোকানে সবচেয়ে বেশি অর্ডার আসছে ম্যাংগো সন্দেশ আর চকলেট সন্দেশের। ছোট থেকে বড়, সবারই পছন্দ হচ্ছে এই দুই নতুন মিষ্টি। এমনকী অনেকে আগেভাগেই বুকিং করে রেখেছেন।”

advertisement

আরও পড়ুন: প্ল্যাটফর্মে উপচে পড়ল ভিড়, রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনে হই হই কাণ্ড

ভাইফোঁটার আগের দিন সকাল থেকেই দোকানগুলিতে চলছে ব্যস্ততা। কাঁথির বাজারে দোকানগুলিতে লাইন পড়েছে। মিষ্টির দোকানেরাও ব্যস্ত সময় কাটাচ্ছে। কেউ মিষ্টি তৈরি করছেন আবার কেউ বোনেদের পছন্দ সেই মিষ্টি দিতে ব্যস্ত। অনেক জায়গায় আবার “স্পেশাল ভাইফোঁটা প্যাক” বানানো হয়েছে, যাতে একসঙ্গে পাঁচ-ছ’রকম মিষ্টি থাকে– কাজু বরফি, রসগোল্লা, সন্দেশ, লাড্ডু, মালাই রোল, আর নতুন ফ্লেভার সন্দেশ।

advertisement

দোকানদারদের মুখে খুশির ছাপ। ভাইফোঁটার এই সময়টাই তাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। তিন দিন প্রায় না ঘুমিয়েই কাজ করছেন তারা। তবে বিক্রি দেখে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। ভাইফোঁটার সকালে যখন বোনেরা ফোঁটা দেবেন, তখন সেই থালায় থাকবে ভাইয়ের মঙ্গল কামনার পাশাপাশি মিষ্টির নতুন সব রঙ, গন্ধ ও স্বাদ। কাঁথি-এগরার বাজারেও সেই মিষ্টি উৎসব এখন পুরোদমে চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

ভাইফোঁটাকে ঘিরে কাঁথি ও এগরার মিষ্টির বাজার এখন পুরোপুরি উৎসবের মেজাজে। নতুন মিষ্টির গন্ধে ভরে উঠেছে শহর। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। প্রতিটি দোকানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের ভাইফোঁটার প্রশ্ন একটাই — আপনার ভাইয়ের জন্য কোন মিষ্টি কিনছেন, ম্যাংগো সন্দেশ না চকোলেট সন্দেশ?

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Sweets for Bhaiphonta 2025: জলভরা-কাজু বরফি তো ছিলই, ভাইফোঁটায় এবার কী কী নতুন মিষ্টি বাজার কাঁপাচ্ছে? কেনার আগে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল