কিন্তু সেখানেও সমস্যা কম নেই। বেশিরভাগ ব্যক্তিই অভিযোগ করেছেন যে হেনা ব্যবহার করেও তাঁদের চুল সেভাবে কালো হচ্ছে না। অর্থাৎ যে কুচকুচে কালো রঙ তাঁরা চাইছেন সেরকমটা পাচ্ছেন না। তবে এবার আর সেটা হবে না (Hair Care Tips)। চুল কালো করার জন্য হেনা ব্যবহার করলে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে দু'টো উপাদান। সেই দু'টো উপাদান মেশালেই মেঘবরণ চুল পাওয়া কোনও ব্যাপারই নয়!
advertisement
আরও পড়ুন - শীতে গলাব্যথা, গলার খুসখুসানি যেতেই চায় না? আরাম পান ঘরোয়া টোটকায়
একটা কথা এক্ষেত্রে মাথায় রাখতে হবে, হেনা (Henna) বা মেহেন্দি হল একদম প্রাকৃতিক উপাদান (Natural Hair Dye)। ফলে এটা ব্যবহার করলে চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। হেনা একটি প্রাকৃতিক কন্ডিশনার ও এটি স্কাল্পের জন্যও ভালো।
হেনার (Henna) মধ্যে মেশাতে হবে ব্ল্যাক টি বা কালো চা। দিতে হবে একটি ডিমের কুসুম ও এক চা চামচ লেবুর রস। যদি ডিমে অ্যালার্জি থাকে বা গন্ধ লাগে তাহলে তার পরিবর্তে এক টেবিল চামচ দই নেওয়া যায়। এবার এর মধ্যে মেশাতে হবে এক চা চামচ কফি পাউডার ও এক চা চামচ আমলা পাউডার। এতেই মনের মতো ঘন কালো রঙ নিশ্চয়ই পাওয়া যাবে (Natural Hair Dye)।
আরও পড়ুন - কোভিড থেকে সেরে উঠেছেন? কত দিনের মধ্যে ফের শুরু করা যাবে শরীরচর্চা?
এই হেনার মিশ্রণ সারা রাত ধরে রেখে দিতে হবে যাতে সব উপাদান ভালো ভাবে মিশে যায়। পরের দিন এই হেনা (Henna) চুলে লাগিয়ে দুই ঘণ্টা মতো রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। সেই দিন আর শ্যাম্পু না করাই ভালো (Hair Care Tips)। এমনি জল দিয়ে চুল ধুয়ে নিয়ে পরের দিন শ্যাম্পু করা যায়।