TRENDING:

Bath Bombs : ফেনিল বাথটবের বুদ্বুদে তৃপ্তির স্নান চাই? স্নানসঙ্গী করুন এই বোমাকে!

Last Updated:

Bath Bombs : মোমের আলোয় আলোকিত বাথটাবে এদের দেখা পাওয়া এখন বিচিত্র নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তৃপ্তিতে স্নান করতে চান ? সঙ্গী করুন বোমাকে ৷ যে সে বোমা নয় ৷ এ হল বাথ ব্ম্ব ৷ স্নানবিলাসের নতুন সখ্য ৷ ইনস্টাগ্রাম জু়ড়ে মোমের আলোয় আলোকিত বাথটাবে এদের দেখা পাওয়া এখন বিচিত্র নয় ৷
Bath Bombs
Bath Bombs
advertisement

ঠিক কী জিনিস এই স্নানবোমা ? মূলত সোডিয়াম বাইকার্বনেট ও সাইট্রিক অ্যাসিডে তৈরি ৷ রাসায়নিক যৌগের উপস্থিতিতে এটি জলের সংস্পর্শে এলেই প্রচুর বুদ্বুদ তৈরি করে ৷ এর স্পর্শে আপনার ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যকর ও তরুণ ৷ বয়সের ছাপ পড়ে না ত্বকে ৷ মূলত নুন, রং, তৈলাক্ত যৌগ ও উজ্জ্বল জিনিস ও ফুলের পাপড়ি এর উপাদান ৷

advertisement

আরও পড়ুন : তীব্র সেক্সুয়াল ফ্যান্টাসি বার বার ফিরে আসে? আপনি কি কোনও সমস্যার শিকার?

স্নানের জলে বাথবম্ব দিলে তা একইসঙ্গে ত্বকের জন্য পুষ্টিকর ও ময়শ্চারাইজিং ৷ এর সুগন্ধও আপনার মন ভাল করে দেবে ৷ আপনার মুড বুঝে সুগন্ধি বেছে নিন ৷ বাড়িতেই পাবেন অ্যারোমাথেরাপির সুবিধে ৷ ডিস্ট্রেস করে আপনার অনিদ্রা দূর করে বাথবম্বের সুগন্ধ ৷ রিল্যাক্সেশনে সাহায্য করে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ৷ তবে এর রং ও গন্ধ আপনার ত্বককে শুষ্ক করে তুলতে পারে ৷

advertisement

আরও পড়ুন : বেড টি ছাড়া আপনার দিন শুরুই হয় না? কীভাবে তিলে তিলে শেষ করছেন শরীর, জানুন

আরও পড়ুন : ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনলাইনে না কিনে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন বাথবম্ব ৷ ৫০ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, ১২ গ্রাম কর্ন স্টার্চ, ২ চিমটে সৈন্ধব নুন, ২ চামচ গোলাপজল, ১ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল বা আপনার পছন্দসই যে কোনও অ্যারোম্যাটিক অয়েল, ৫ গ্রাম সাইট্রিক অ্যাসিড ও গোলাপজল নিন ৷ এ বার আপনার পছন্দের ফুলের পাপড়ি বাকি উপকরণের সঙ্গে মেশান৷ এ বার সামান্য জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন ছাঁচের মধ্যে ৷ ৩-৪ ঘণ্টা ধরে শুকিয়ে নেওয়ার পর আপনার বাথ বম্ব তৈরি ৷  প্রতিদিন স্নানের সময় জলে একটা করে নতুন বাথ বম্ব মেশাতে ভুলবেন না ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bath Bombs : ফেনিল বাথটবের বুদ্বুদে তৃপ্তির স্নান চাই? স্নানসঙ্গী করুন এই বোমাকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল