আরও পড়ুন- সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?
বাপ্পি লাহিড়ি মানেই হিপ হপ ঘরানা। ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমারের কাছে বাপ্পিদা ছিলেন ‘OG of style’। “ওজি নিজের সঙ্গীত এবং শৈলীর মাধ্যমে এই দেশের পায়ে ছন্দ এনে দিয়েছিলেন। হিপ হপ শৈলী আগে ছিল ‘কুল’”, বলেন নরেন্দ্র কুমার।
advertisement
শুধু চলচ্চিত্রেই নয়, বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) সঙ্গীত ফ্যাশন শোয়ের বড় অংশ ছিল। ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলা বাপ্পি লাহিড়ির জনপ্রিয় জওয়ানি জানেমন গানটি একটি ফ্যাশন শোকে উৎসর্গ করেন। “আমরা বাপ্পি লাহিড়ির সবকিছুই পছন্দ করি। আশির দশকে আমরা বেড়ে উঠেছি ডিস্কো ডান্সার শুনে। ভারতের ডিস্কো সঙ্গীতের অবিসংবাদিত রাজা বাপ্পি লাহিড়ি। জিমি জিমি থেকে আই অ্যাম আ ডিস্কো ডান্সার এবং চলতে চলতে সবরকমের গানে অবাধ বিচরণ তাঁর। তাঁর গান সবসময়ই আমাদের শোয়ের অংশ হয়েছে। ২০১৫ সালে আমরা একটি সম্পূর্ণ ফ্যাশন শো করি বিখ্যাত গান জওয়ানি জানেমন-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে,” বলেন তাঁরা।
আরও পড়ুন- পোষ্যকে সঙ্গী করে ছুটি কাটাতে চান? রইল পোষ্য-বান্ধব সফরের টিপস
“বাপ্পি লাহিড়ি হলেন সেই বিরল শিল্পীদের মধ্যে একজন যিনি স্টাইলিস্টদের আগেই বুঝে গিয়েছিলেন একজন বিনোদনকারীর সাজ পোশাক এবং ‘ভিজ্যুয়াল ইমেজ’ কতখানি গুরুত্বপূর্ণ,” বলেন ফ্যাশন ডিজাইনার নচিকেত বারভে। তিনি আরও বলেন, “প্রচুর সোনার গয়নাই হোক বা বড় আকারের গিল্ট সানগ্লাস, আজকের সেলিব্রিটিরা এই স্টাইলকেই অনুসরণ করছেন।”
পুরুষদের পোশাক ডিজাইনার কুনাল তান্না বলেন, “বাপ্পি লাহিড়ি অবশ্যই ভারতীয় সঙ্গীতের এক আইকন। এছাড়াও ভারতের মানুষ চিরকার বাপ্পি লাহিড়ির বিশাল সানগ্লাস এবং অজস্র সোনার গয়নাকে মনে রেখে দেবেন।”
আসলে বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away) নিজেই ছিলেন ফ্যাশনের প্রতিষ্ঠান। ফ্যাশন ডিজাইনার অনিকেত সাটম মনে করেন, কালো পোশাকের উপর সোনার গয়নাকে বাপ্পি লাহিড়ি এক অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। “পুরুষদের সোনার গয়না পরাকে বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্কৃতিতে পরিণত করেছিলেন ভারতের ‘গোল্ড ম্যান’ বাপ্পি দা,” বলেন নারায়ণ জুয়েলার্সের জুয়েলারি ডিজাইনার এবং এমডি কেতন চোক্সি৷
ফ্যাশন ডিজাইনার পুনিত বালানা জানান, “উজ্জ্বল রঙের ঝকমকে জ্যাকেট পরাকে বাপ্পিদা স্টাইলে নিয়ে এসেছিলেন সেই সত্তরের দশকে। আজ Gen Z-এর কাছে এটি বিশাল ক্রেজ।”