TRENDING:

Ayurvedic guide for pre winter: প্রাক শীতের সমস্যায় মোকাবিলায় ভরসা হোক এই মশলাগুলি

Last Updated:

আয়ু্র্বেদ মতে, এ সময়ে ‘কফ’ দোষের জন্য জল ও মাটির উপাদান গ্রহণ করতে হবে (ayurvedic tips to stay healthy in winter)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আয়ুর্বেদ শাস্ত্র মনে করে, শীতের সূত্রপাত বছরের অন্যান্য অনেক ঋতুর তুলনায় স্বাস্থ্যকর৷ এ সময় পরিপাক ক্রিয়া ভাল হয় (digestion in winter)৷ বসন্ত বা বর্ষার তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাও ভাল থাকে৷
advertisement

তবে রোগ প্রতিরোধ ক্ষমতা এ সময়ে মজবুত হওয়া দরকার৷ কারণ এ সময়ে অ্যালার্জি এবং সংক্রমণের আশঙ্কা বেশি থাকে৷ আয়ু্র্বেদ মতে, এ সময়ে ‘কফ’ দোষের জন্য জল ও মাটির উপাদান গ্রহণ করতে হবে (ayurvedic tips to stay healthy in winter)৷

আরও পড়ুন : শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান

advertisement

আয়ু্র্বেদিক বিশেষজ্ঞ ডক্টর জিল গান্ধি মনে করেন, এ সময়ে বিভিন্ন ভেষজ উপাদান ও মশলা সেবন করা প্রয়োজন শরীরকে উষ্ণ রাখার জন্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্ছিদ্র করার জন্য ৷ তিনি বলেন, ‘‘শীতের সূত্রপাতে কফ দোষের মোকাবিলা করলে বসন্তের সময়েও ঋতু পরিবর্তনজনিত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷ কোভিড অতিমারির থেকেও সুরক্ষা পাওয়া যায়৷’’

advertisement

আরও পড়ুন : পর পর বিয়েবাড়ির নিমন্ত্রণ? বদহজম এড়াতে ডায়েটে থাকুক এগুলি

কফ প্রতিরোধের জন্য একাধিক উপায় আয়ুর্বেদে আছে৷ ডক্টর গান্ধির মতে, কফ প্রতিরোধে সেরা ভেষজ হল ‘ত্রিকটু’৷ তৈরি করতে হবে গোলমরিচ, আদা এবং লং পিপার অথবা পিপ্পালি৷

আরও পড়ুন : ব্রেস্টফিডিংয়ের অভিজ্ঞতা কি যন্ত্রণাদায়ক? নতুন মায়েদের জন্য রইল কিছু টিপস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

‘পিত্ত’ দোষের জন্য সেরা ভেষজ হল ত্রিসুগন্ধি৷ এতে থাকে এলাচ, দারচিনি এবং তেজপাতা৷ এগুলির পাশাপাশি খেতে হবে ত্রিফলা৷ তবে যাঁদের পিত্তদোষ আছে, তাঁদের ত্রিকটু সেবন উচিত নয়৷ এছাড়াও শীতের মশলা হিসেবে উল্লেখ করা হয়েছে দারচিনি, হলুদ এবং মরিচকে৷ বিভিন্ন রকমে ডায়েটে এই উপাদানগুলি যোগ করা যায়৷ তাছাড়া শীতকাল এমনিতেই মশলাজাতীয় খাবার উপভোগ করার সময়৷ শীতে মরসুমে হাতের নাগালে থাকে প্রচুর শাকসব্জি৷ স্যুপ বানিয়ে সব রকম সব্জি খাবেন নিয়মিত৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayurvedic guide for pre winter: প্রাক শীতের সমস্যায় মোকাবিলায় ভরসা হোক এই মশলাগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল