বসিরহাট: শরীর খারাপ হলেই মুড়ি মুড়কির মত অ্যান্টিবায়োটি খাচ্ছেন? তবে এবার সাবধান! হতে পারে মারাত্মক ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যানুযায়ী অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহারের ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের কারণে সারা বিশ্বে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটে। সামান্য সর্দি-কাশি থেকে গায়ে ব্যথা, অ্যান্টিবায়োটিক নেওয়া হয় মুড়ি-মুড়কির মতো।
advertisement
আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। অনেক ডাক্তারই আবার ডাক্তার ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে লিখে থাকেন।
আর এজন্য গ্রাম্য এলাকার ডাক্তারদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতন করতে বসিরহাট গ্রাম্য ডাক্তাদের সংগঠনের উদ্যোগে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক প্রচারাভিযান।
সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক না খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। এমনিতেই বাতাসে নানা ধরণের জীবাণু, ভাইরাস থাকে, সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে যায়। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। যেকোন রোগে সহজেই আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়ে যায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷