Health Tips: ঠান্ডা লাগার ধাত, শুকনো কাশি খুব? ভাতে মেখে খান এই একটি জিনিস! কমবে কাশি, গ্যারান্টি!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Health Tips: আবার বিশেষজ্ঞরা বলেন, কিছু ক্ষেত্রে শুষ্ক কাশির জন্য কোন নির্দিষ্ট কারণ নেই।
advertisement
advertisement
তার আগে জেনে নেওয়া দরকার শুকনো কাশি কতক্ষণ স্থায়ী হয়? যদি ভাইরাল সংক্রমণের কারণে শুকনো কাশি হয়ে থাকে, তাহলে তা ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই শুষ্ক কাশিকে দীর্ঘস্থায়ী হিসাবে বিবেচনা করা হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ সপ্তাহ এবং ছোট বাচ্চাদের মধ্যে ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। (প্রতিবেদন: রাহী হালদার)
advertisement
advertisement
ঘরোয়া কিছু টোটকা উপায়ে দিয়েই কমতে পারে দীর্ঘদিনের শুকনো কাশি। এর জন্য প্রয়োজন ভালো শুদ্ধ ঘি, সঙ্গে কালো জিরে ও গোলমরিচ আর একটু খাওয়ার অভ্যাস। সবার প্রথমে কালো জিরে ও গোলমরিচ শুকনো খোলায় অল্প করে ভেজে নিতে হবে। তারপর কালোজিরা ও গোলমরিচের একসঙ্গে মিক্সিবা হামাল দিস্তার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে যতক্ষণ না তা পাউডারের মতো হয়ে যায়। (প্রতিবেদন: রাহী হালদার)
advertisement
তারপর প্রতিদিন সকালে ভাত খাওয়ার সময় গরম ভাতের মধ্যে ঘি ও তার সঙ্গে কালোজিরা ও গোলমরিচের গুড়ো মিশিয়ে খেলে তা কাজ শুরু করে খুব অল্প দিনের মধ্যে। কারণ ঘি-তে রয়েছে অ্যান্টি- ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। এটি গলা নরম রাখতে কাজ করে। তার মধ্যে কালো জিরে ও গোলমরিচের গুঁড়োর সঙ্গে ঘি মিশিয়ে খেলে শুকনো কাশিতে অনেকটাই উপশম পাওয়া যায়। (প্রতিবেদন: রাহী হালদার)