আসলে একটা বয়সের পর কোলাজেন উৎপাদন কমে যায়। ফলে ত্বকের টানটান ভাব নষ্ট হয়। শুধু তাই নয়, ত্বকে কালো দাগও আসে। অনেক সময় মুখে বলিরেখাও দেখা দিতে থাকে। এসব এড়াতে রান্নাঘরে থাকা উপাদানগুলোই ব্যবহার করেই কামাল করা যায়।
ডিমের সাদা অংশ : প্রথমে একটা ডিমের সাদা অংশ এবং এক চা চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তবে গরম জলে নয়, ঠান্ডা জলে মুখ পরিস্কার করে ধুতে হবে। না হলে ডিমের গন্ধ বেরোবে।
advertisement
দই : এটা তৈরি করতে লাগবে এক চা চামচ দই এবং আধ চা চামচ বেসন। যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের জন্য এই ঘরোয়া উপাদান একেবারে আদর্শ। দইতে বেসন মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট স্ক্রাব করতে হবে। এতে ত্বক টানটান তো হবেই ত্বকের রঙেও পরিবর্তন আসবে।
আরও পড়ুন : অক্ষরে অক্ষরে মানতে হবে এই ডায়েট, তাহলেই ১৫ দিনে ৫ কেজি ওজন কমবে
মধু : এক চা চামচ মধু এবং এক চা চামচ গমের আটা লাগবে। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে লাগাতে হবে মুখে। মিনিট দশেক পর ধুয়ে ফেলা যাবে। এতে ত্বক টানটান হবে, সঙ্গে উজ্জ্বলতা বাড়বে।
শসা : এটা তৈরি করতে লাগবে এক চা চামচ শসার রস এবং এক চা চামচ গোলাপ জল। রাতে শোবার আগে এই দুটো উপাদান মুখে লাগাতে হবে। এভাবে সারা রাত থাকুক। পরদিন সকালে স্নান করে নেওয়া যায়। আসলে শসাতে ভিটামিন সি রয়েছে। সূর্যের আলোতে এটা খুব একটা ভাল কাজ করে না, তাই রাতে এই টোটকা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন : পরিষ্কার করুন গরম জলে আর এই ভুল করা ছাড়ুন; গন্ধ তো পালাবেই, ঝকঝক করবে রেফ্রিজারেটর
চাল ধোওয়া জল : ১ টেবিল চামচ রাইস ওয়াটার কিংবা চাল ধোওয়া জল এবং হাফ চা চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে হবে। ১০-১৫ মিনিট শুকোনোর জন্য অপেক্ষা করে মুখ ধুয়ে লাগাতে হবে ময়শ্চারাইজার। এতে মুখে গ্লো এবং টানটান ভাব দুটোই আসবে।