পরিষ্কার করুন গরম জলে আর এই ভুল করা ছাড়ুন; গন্ধ তো পালাবেই, ঝকঝক করবে রেফ্রিজারেটর

Last Updated:

Cleaning Refrigerator : ফ্রিজ পরিষ্কার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। একটু অসতর্ক হলেই ফ্রিজে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে।

সময়ে সময়ে ফ্রিজ পরিষ্কার করা খুব জরুরি
সময়ে সময়ে ফ্রিজ পরিষ্কার করা খুব জরুরি
সবজি থেকে ডিম, মাছ, বাজার করার পর সোজা ঢুকিয়ে দেওয়া হয় ফ্রিজে। এর সঙ্গে দুধ, মাখন, ক্রিম তো আছেই। এসব থাকতে থাকতে একসময় ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। তাই সময়ে সময়ে ফ্রিজ পরিষ্কার করা খুব জরুরি।
ফ্রিজ পরিষ্কার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। একটু অসতর্ক হলেই ফ্রিজে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আরেক বিপত্তি। ফ্রিজ পরিষ্কারের সঠিক পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করা হল।
প্রথমে ফ্রিজে থাকা সব জিনিসপত্র বের করতে হবে :
advertisement
১। অনেকে জিনিসপত্র বের না করে ফ্রিজ পরিষ্কার করেন।
advertisement
২। এতে ফ্রিজের কিছু অংশ পরিষ্কার হয়। বাকি জায়গায় ময়লা থেকেই যায়। এই কারণে ফ্রিজ পরিষ্কার করতে চাইলে প্রথমে সমস্ত জিনিসপত্র বের করে নিতে হবে। তবেই ফ্রিজের সব জায়গা সমানভাবে পরিষ্কার হবে।
গরম জল ব্যবহার করতে হবে:
১। সমস্ত জিনিস বের করার পরে লাগবে গরম জল এবং একটি পরিষ্কার কাপড়। গরম জলে কাপড় চুবিয়ে সেই কাপড় দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হবে।
advertisement
২। যেখানে দাগ বেশি গভীর সেখানে চেপে চেপে ঘষতে হবে।
৩। এতে ফ্রিজের ময়লা কাপড়ে চলে আসবে।
আরও পড়ুন :
ফ্রিজ ক্লিনার:
১। গরম জল ময়লা বের করতে সাহায্য করে। এরপর এক রকমের তরল দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হবে। এটাকে ফ্রিজ ক্লিনারও বলা যায়।
২। বাজার থেকে কেনার চেয়ে বাড়িতে তৈরি করা ভাল। এর জন্য লাগবে ১ চা চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ ডিটারজেন্ট।
advertisement
৩। এক কাপ জলে এই দুটি জিনিস মিশিয়ে দিতে হবে। ব্যস, ফ্রিজ ক্লিনার প্রস্তুত।
৪। এবার এই তরলটি একটি স্প্রে বোতলে ঢেলে ফ্রিজের ভিতরে ও বাইরে স্প্রে করতে হবে। এতে ফ্রিজ খুব ভাল ভাবে পরিষ্কার হয়ে যায়।
advertisement
১। রেফ্রিজারেটরের দরজায় অনেক সময় দাগ হয়ে যায়।
২। এই দাগ দূর করতে সাদা ভিনিগার দারুণ কাজে আসে।
৩। এক কাপ জলে ৩ থেকে ৪ চামচ সাদা ভিনেগার মিশিয়ে তাতে পরিষ্কার কাপড় চুবিয়ে রেফ্রিজারেটরের দরজা পরিষ্কার করতে হবে।
advertisement
ফ্রিজ এখন পরিষ্কার। এবার জিনিসপত্র তুলে রাখা যায়। সব তোলা হয়ে হয়ে গেলে ফ্রিজের এককোণে কয়েকটা পুদিনা পাতা ফেলে রাখতে হবে। এতে ফ্রিজের দুর্গন্ধ পালাবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরিষ্কার করুন গরম জলে আর এই ভুল করা ছাড়ুন; গন্ধ তো পালাবেই, ঝকঝক করবে রেফ্রিজারেটর
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement