১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর

Last Updated:

Nupur Alankar Takes Sanyas: মুম্বই ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন হিমালয়ের কোলে ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন ৷

তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন
তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন
মুম্বই : প্রায় তিন দশক বিনোদন জগতে কাজ করার পর অভিনয় ছেড়ে দিলেন নূপুর অলঙ্কার ৷ শুধু অভিনয়ই নয় ৷ জাগতিক সব মোহ ত্যাগ করেছেন এই অভিনেত্রী ৷ মুম্বই ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন হিমালয়ের কোলে ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন চলতি বছরের
ফেব্রুয়ারি মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন ৷ তার পর থেকে তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র ভ্রমণ করেছেন৷ পাশে দাঁড়িয়েছেন আর্তজনের ৷ নূপুর বলেছেন ‘‘আমি সব সময় অধ্যাত্মবাদের প্রতি আগ্রহী ৷ অনুসরণ করেছি অধ্যাত্মবাদ ৷ তাই আমি যে সব কিছু বিসর্জন দিয়ে অধ্যাত্মবাদের প্রতি সর্বস্ব নিবেদন করব, সেটা ছিল সময়ের অপেক্ষা মাত্র ৷’’
advertisement
অধ্যাত্মবাদের পথে একজন গুরু খুঁজে পেয়ে তিনি উচ্ছ্বসিত ৷ পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকে ৷ এর আগেও তিনি সমাজেসেবামূলক বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিলেন ৷ নতুন গুরু অধ্যাত্মবাদের পথে তাঁর জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন বলে জানিয়েছেন নূপুর ৷ ২০২০ সালের ডিসেম্বরে প্রয়াত হন নূপুরের মা ৷ তার পরই তিনি অনুভব করেন আর কিছুই হারানোর নেই তাঁর কাছে ৷ তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন ৷ আরও আগে তিনি সন্ন্যাস ধর্ম নিতেন ৷ কিন্তু তাঁর এক আত্মীয় কুশল অগরওয়াল আফগানিস্তানে তালিবান আগ্রাসনের সময় আটকে পড়েন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ন্যাশনাল রোড সেফটি মিশনের জন্য অভিষেক ও অমিতাভ বচ্চনের সমর্থন চেয়েছেন নীতিন গড়করি
সন্ন্যাস গ্রহণের পথে বন্ধনমুক্তি বলতে নূপুর আক্ষরিক অর্থেই সব রকম বন্ধন বলতে চেয়েছেন ৷ তিনি অলঙ্কার শ্রীবাস্তবের সঙ্গে বিবাহবন্ধন থেকেও মুক্তি পেয়েছেন ৷ তাঁর স্বামী ও পরিবার এই সিদ্ধান্তে তাঁর পাশে আছেন বলে জানিয়েছেন নূপুর ৷ তিনি ২০০২ সালে বিয়ে করেছিলেন অলঙ্কারকে৷ তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন নূপুর ৷ একসঙ্গে না থাকলেও তাঁরা আইনি পথে বিচ্ছেদ নেননি ৷ হিমালয়ের পথে তাঁর যাত্রাপর্বকে নূপুর বলেছেন ‘একটা বড় পদক্ষেপ ৷’
advertisement
advertisement
আরও পড়ুন :  বিপাশা, সোনম থেকে কারিনা! বি-টাউনের মায়েরা মাতৃত্বকালীন ফটোশুটে ট্রেন্ডসেটার হয়ে উঠেছে
তাঁর উপলব্ধি, হিমালয় তাঁর অধ্যাত্মযাত্রাকে আরও উন্নত করে তুলবে ৷ নূপুরের মুম্বইয়ে যে ফ্ল্যাট আছে, সেটা তিনি ভাড়া দিয়েছেন ৷ এই ভাড়ার টাকা থেকেই চলবে তাঁর রাহা খরচ ও অন্যান্য ব্যয়৷
advertisement
‘শক্তিমান’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ’, ‘তন্ত্র’-সহ দেড়শোর বেশি ছোটপর্দার শো-এর অংশ ছিলেন তিনি ৷ এর পাশাপাশি ‘রাজা জী’, ‘সাঁওয়ারিয়া’, ‘সোনালি কেবল’-র মতো ছবিতেও অভিনয় করেছেন নূপুর ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement