১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর

Last Updated:

Nupur Alankar Takes Sanyas: মুম্বই ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন হিমালয়ের কোলে ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন ৷

তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন
তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন
মুম্বই : প্রায় তিন দশক বিনোদন জগতে কাজ করার পর অভিনয় ছেড়ে দিলেন নূপুর অলঙ্কার ৷ শুধু অভিনয়ই নয় ৷ জাগতিক সব মোহ ত্যাগ করেছেন এই অভিনেত্রী ৷ মুম্বই ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন হিমালয়ের কোলে ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন চলতি বছরের
ফেব্রুয়ারি মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন ৷ তার পর থেকে তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র ভ্রমণ করেছেন৷ পাশে দাঁড়িয়েছেন আর্তজনের ৷ নূপুর বলেছেন ‘‘আমি সব সময় অধ্যাত্মবাদের প্রতি আগ্রহী ৷ অনুসরণ করেছি অধ্যাত্মবাদ ৷ তাই আমি যে সব কিছু বিসর্জন দিয়ে অধ্যাত্মবাদের প্রতি সর্বস্ব নিবেদন করব, সেটা ছিল সময়ের অপেক্ষা মাত্র ৷’’
advertisement
অধ্যাত্মবাদের পথে একজন গুরু খুঁজে পেয়ে তিনি উচ্ছ্বসিত ৷ পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকে ৷ এর আগেও তিনি সমাজেসেবামূলক বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিলেন ৷ নতুন গুরু অধ্যাত্মবাদের পথে তাঁর জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন বলে জানিয়েছেন নূপুর ৷ ২০২০ সালের ডিসেম্বরে প্রয়াত হন নূপুরের মা ৷ তার পরই তিনি অনুভব করেন আর কিছুই হারানোর নেই তাঁর কাছে ৷ তিনি সব রকম প্রত্যাশা ও দায়িত্ববোধ থেকে নিজেকে মুক্ত বলে মনে করেন ৷ আরও আগে তিনি সন্ন্যাস ধর্ম নিতেন ৷ কিন্তু তাঁর এক আত্মীয় কুশল অগরওয়াল আফগানিস্তানে তালিবান আগ্রাসনের সময় আটকে পড়েন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ন্যাশনাল রোড সেফটি মিশনের জন্য অভিষেক ও অমিতাভ বচ্চনের সমর্থন চেয়েছেন নীতিন গড়করি
সন্ন্যাস গ্রহণের পথে বন্ধনমুক্তি বলতে নূপুর আক্ষরিক অর্থেই সব রকম বন্ধন বলতে চেয়েছেন ৷ তিনি অলঙ্কার শ্রীবাস্তবের সঙ্গে বিবাহবন্ধন থেকেও মুক্তি পেয়েছেন ৷ তাঁর স্বামী ও পরিবার এই সিদ্ধান্তে তাঁর পাশে আছেন বলে জানিয়েছেন নূপুর ৷ তিনি ২০০২ সালে বিয়ে করেছিলেন অলঙ্কারকে৷ তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন নূপুর ৷ একসঙ্গে না থাকলেও তাঁরা আইনি পথে বিচ্ছেদ নেননি ৷ হিমালয়ের পথে তাঁর যাত্রাপর্বকে নূপুর বলেছেন ‘একটা বড় পদক্ষেপ ৷’
advertisement
advertisement
আরও পড়ুন :  বিপাশা, সোনম থেকে কারিনা! বি-টাউনের মায়েরা মাতৃত্বকালীন ফটোশুটে ট্রেন্ডসেটার হয়ে উঠেছে
তাঁর উপলব্ধি, হিমালয় তাঁর অধ্যাত্মযাত্রাকে আরও উন্নত করে তুলবে ৷ নূপুরের মুম্বইয়ে যে ফ্ল্যাট আছে, সেটা তিনি ভাড়া দিয়েছেন ৷ এই ভাড়ার টাকা থেকেই চলবে তাঁর রাহা খরচ ও অন্যান্য ব্যয়৷
advertisement
‘শক্তিমান’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ’, ‘তন্ত্র’-সহ দেড়শোর বেশি ছোটপর্দার শো-এর অংশ ছিলেন তিনি ৷ এর পাশাপাশি ‘রাজা জী’, ‘সাঁওয়ারিয়া’, ‘সোনালি কেবল’-র মতো ছবিতেও অভিনয় করেছেন নূপুর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement