ন্যাশনাল রোড সেফটি মিশনের জন্য অভিষেক ও অমিতাভ বচ্চনের সমর্থন চেয়েছেন নীতিন গড়করি
- Published by:Aryama Das
Last Updated:
Amitabh Bachchan: সরকারী তথ্য অনুযায়ী ২০২০-তে সারা দেশে ৩৬৬১৩৮ টি সড়ক দুর্ঘটনায় হয়েছে
#দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার মুম্বাইয়ে বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে দেখা করেছেন। মন্ত্রী সেই ছবি পোস্ট করেছেন নিজের টুইটারে। সিরিজের মধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আগ্রহকে বাড়িয়ে তুলেছে মাত্রাতিরিক্তভাবে।
Union Minister Shri @nitin_gadkari Ji called on Shri @SrBachchan Ji in Mumbai today.
Shri Gadkari Ji seeked the support of Shri Bachchan to Champion the cause of National Road Safety Mission (सड़क सुरक्षा अभियान) in India. pic.twitter.com/9AHVqRa9Mo — Office Of Nitin Gadkari (@OfficeOfNG) August 18, 2022
advertisement
advertisement
একজন টুইটার ব্যবহারকারী ফটোগুলির মধ্যে একটি কৌতূহলী ফটো ফ্রেম খুঁজে পেয়েছেন। এটি প্রথম নজরে একটি নিয়মিত গ্রুপ ফটোর মতো দেখায়, তবে ভাল ভাবে দেখলে দেখা যায় এটি আর কেউ নন, অমিতাভ বচ্চন - তাঁর অনেকগুলি ছবি।
advertisement
ছবিটির একটা অদ্ভুত ব্যাকড্রপের কারণে টুইটারে ভাইরাল হচ্ছে৷ একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "গডকরি জির পিছনের সেই ফটো ফ্রেমটি আকর্ষণীয় দেখাচ্ছে।" আরেকজন বলেছেন, "কেন তুমি এটা করবে?"
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ভারতে জাতীয় সড়ক নিরাপত্তা মিশনে সমর্থন চাওয়ার জন্য মিস্টার বচ্চনের সঙ্গে দেখা করেন। সরকারী তথ্য অনুযায়ী ২০২০-তে সারা দেশে ৩৬৬১৩৮ টি সড়ক দুর্ঘটনায় হয়েছে। তাতে মোট আহত হয়েছেন ৩৪৮২৭৯, মৃত্যু হয়েছে ১৩১৭১৪ জনের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 5:17 PM IST