মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয়! সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন গার্গী রায়চৌধুরী
- Published by:Aryama Das
Last Updated:
Gargi Roy Chowdhury: অরিন্দম শীলের সিনেমা ‘মহানন্দা’-তে অভিনয়ের জন্য অটোয়া ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন
#কলকাতা: গার্গী রায়চৌধুরী পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। বহুমুখী অভিনেত্রী অরিন্দম শীলের সিনেমা ‘মহানন্দা’-তে অভিনয়ের জন্য অটোয়া ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
It gives us immense pride and pleasure to share that #Mahananda has won the Award for THE BEST ACTRESS at the prestigious Ottawa Indian Film Festival and OIFFA, for the film #Mahananda, Gratitude 🙏 @silarindam @HasanFirdausul @FriendsCommKol pic.twitter.com/eTP6N3ECxm
— Gargee Roychowdhury (@GargiBolchhi) August 19, 2022
advertisement
advertisement
গার্গী রায়চৌধুরী তাঁর টুইটারে পোস্ট করে জানান, "এটা শেয়ার করতে আমাদের অপরিসীম গর্ব এবং আনন্দ লাগছে যে #মহানন্দা প্রাক্তন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে... "
সামাজিক-রাজনৈতিক ছবিতে দেবশঙ্কর হালদার, ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায় এবং অন্যান্যরা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একজন লেখিকাকে ঘিরে মহানন্দার গল্প আবর্তিত হয়েছে, যার ব্যক্তিত্ব মহাশ্বেতা দেবীর জীবন এবং ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়। মহানন্দা চরিত্রে গার্গী অসামান্য ছিলেন। বাস্তব-জীবনের চরিত্রটিকে অনুকরণ করেছেন তিনি অদ্ভুতভাবে। অভিনেত্রী তাঁর চরিত্রে নিজের উন্নতি এনেছেন, যা তিনি নিজেই পর্দায় দেখে গর্ববোধ করেন।
advertisement
সর্বশেষ স্বীকৃতির পরে অভিনেত্রী জানান, তিনি 'মহানন্দা' দলের প্রতিটি সদস্যের সঙ্গে সম্মান ভাগ করে নিতে চান। তিনি আরও বলেছেন যে বেশ কয়েকজন অসামান্য অভিনেত্রী ছিলেন যাঁরা একই বিভাগে মনোনীত হয়েছিল, সেইখানে এই পুরস্কারটি তাঁর কাছে বিশেষ।
advertisement
অভিনেত্রী আগে স্বীকার করেছিলেন যে এটি তাঁর কেরিয়ারে একটি মাইলফলক হতে পারে। তিনি বলেন, "এটি একটি মাইলফলক হতে পারে। এজন্য আমাকে হ্যাঁ বলতে হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছি এবং এত বছর ধরে কেউ আমার জন্য এমন চরিত্রের কথা ভাবেনি। মহাশ্বেতা দেবীর আবেগী শক্তি খুবই উদ্দীপক।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 8:58 PM IST