আরও পড়ুন- দর কষা ক্রেতার অধিকার! বিশ্ব ক্রেতাসুরক্ষা অধিকার দিবসে জেনে নিন আপনার অধিকার
কানপুরের বাসিন্দা অঙ্কিত জানান, তিনি অনেক কাল ধরেই লক্ষ্য করেছেন যে কীভাবে প্রতিদিন মানুষজন গাছের নীচে বা গঙ্গা নদীতে ফুল ফেলে (Recycling Flowers) দিচ্ছেন। এতে সত্যিই বড় সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলার কথা ভাবতে গিয়েই এক অভিনব ভাবনা তাঁরা মাথায় আসে। ‘ফুল’ (Phool) নামের একটি ব্র্যান্ড তৈরি করেন অঙ্কিত। সেই ব্র্যান্ডের আওতায় এই ফেলে দেওয়া ফুলগুলিকে ১০০% ক্ষতিকারক রাসায়নিক মুক্ত ধূপকাঠিতে (incense sticks) রূপান্তরিত (Recycling Flowers) করছেন অঙ্কিত! শুধু এগুলোই নয়, তার সংস্থা ভেষজ আবির, ‘ফ্লেদার’ এবং ‘ফ্লোরোফর্ম’ও তৈরি করেছে। এগুলি নিরাপদ এবং জৈবপচনশীল বিকল্প। পরিবেশবান্ধব এই উদ্ভাবনী ধারণা (Recycling Flowers) কীভাবে কাজ করল অঙ্কিতের মাথায় তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি।
advertisement
আরও পড়ুন- সঙ্গীকে নগ্ন ছবি পাঠানোর অভ্যাস? বিপদ ও মানসিক চাপ থেকে বাঁচতে সতর্ক হন এখনই!
প্রতি সোমবার রাত ৮ টায়, শুধুমাত্র HistoryTV18-এ OMG! Yeh Mera India দেখতে ভুলবেন না।