সারা বছর এই পাতা খেয়ে বিভিন্ন কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে একবারে ধন্বন্তরি। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে, কুলেখাড়া শাক সিদ্ধ করে অথবা ২ বা ৪ চামচ কুলেখাড়ার রস গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ঘুমের সমস্যা দূর করতে, কুলেখাড়া গাছের শিকড় দারুণ কার্যকরী।
advertisement
আরও পড়ুন : উচ্চতা ছোট, ক্ষতি নেই, ভালবাসা তো বড়, সাড়ে ৩ ফুট লম্বা কনে বিয়ে করলেন ৩ ফুট উচ্চতার বরকে
পাতা-সহ কুলেখাড়ার কাণ্ড থেঁতো করে তার রস জলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে খাওয়া যেতে পারে। দিনে দুই থেকে তিনবার। দশ থেকে পনেরো এম এল রস খাওয়া যেতে পারে। ভাতের সঙ্গে সিদ্ধ করে খেলেও উপকার। রক্ত বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে কুলেখাড়া। সে বিষয়ে বিস্তারিত জানালেন ডঃ শক্তিপদ ঘোষ। এছাড়াও বিভিন্ন সমস্যা দূর করতে কুলেখাড়ার জুড়ি নেই।