TRENDING:

Anemia Control: অ্যানিমিয়ার সমস্যা দূর করতে এই পাতার কোনও জুড়ি নেই

Last Updated:

Anemia Control: এই শাক কমবেশি সারা বছর পাওয়া যায়। তবে বর্ষা ও শীতে গ্রামে মাঠে-ঘাটে প্রচুর দেখা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: হিমোগ্লোবিন বাড়াতে ও রক্তের পক্ষে দারুণ উপকারী কুলেখাড়া। (Hygrophila auriculata) রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অন্য কোন জুড়ি নেই কুলেখাড়ার। বর্তমান সময়ে বহু মানুষের সমস্যা রক্তে দেখা দিচ্ছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। সেই সমস্যার প্রতিকার হতে পারে    কুলেখাড়া নিয়মিত খেলে। কুলেখাড়া বাংলার মানুষের কাছে অতি পরিচিত এবং সহজলভ্য। সহজলভ্য হলেও গুণে অতুলনীয়। এই শাক কমবেশি সারা বছর পাওয়া যায়। তবে বর্ষা ও শীতে গ্রামে মাঠে-ঘাটে প্রচুর দেখা যায়। এই পাতা ও কাণ্ড সিদ্ধ বা কাঁচা রস করে খাওয়া যায়। সহজলভ্য হলেও নানা গুণে ভরপুর কুলেখাড়া।
advertisement

সারা বছর এই পাতা খেয়ে বিভিন্ন কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে একবারে ধন্বন্তরি। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে, কুলেখাড়া শাক সিদ্ধ করে অথবা ২ বা ৪ চামচ কুলেখাড়ার রস গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ঘুমের সমস্যা দূর করতে, কুলেখাড়া গাছের শিকড় দারুণ কার্যকরী।

advertisement

আরও পড়ুন :  উচ্চতা ছোট, ক্ষতি নেই, ভালবাসা তো বড়, সাড়ে ৩ ফুট লম্বা কনে বিয়ে করলেন ৩ ফুট উচ্চতার বরকে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাতা-সহ কুলেখাড়ার কাণ্ড থেঁতো করে তার রস জলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে খাওয়া যেতে পারে। দিনে দুই থেকে তিনবার। দশ  থেকে পনেরো এম এল রস খাওয়া যেতে পারে। ভাতের সঙ্গে সিদ্ধ করে খেলেও উপকার। রক্ত বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে কুলেখাড়া। সে বিষয়ে বিস্তারিত জানালেন ডঃ শক্তিপদ ঘোষ। এছাড়াও বিভিন্ন সমস্যা দূর করতে কুলেখাড়ার জুড়ি নেই।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anemia Control: অ্যানিমিয়ার সমস্যা দূর করতে এই পাতার কোনও জুড়ি নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল