Eternal Love: উচ্চতা ছোট, ক্ষতি নেই, ভালবাসা তো বড়, সাড়ে ৩ ফুট লম্বা কনে বিয়ে করলেন ৩ ফুট উচ্চতার বরকে

Last Updated:

Eternal Love: দম্পতির বিশেষ মুহূর্তের ছবি তুলে রাখতে ভোলেননি উপস্থিত অতিথি অভ্যাগতরা। তাঁদের সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা

 তাঁদের সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা
তাঁদের সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা
ছাপড়া : আদর্শ জুটি তৈরি হয় স্বর্গে-বহুদিনের প্রচলিত এই রীতি আরও এক বার প্রমাণ করল বিহারের এক দম্পতি। তাঁদের উচ্চতা নামমাত্র, কিন্তু ভালবাসা অতল। বিহারের ছাপড়া জেলা সাক্ষী থাকল এই অভিনব বিয়ের। বিয়ের কনে রেণু উচ্চতায় মাত্র সাড়ে তিন ফুট। তিনি শ্যামের গলায় বরমালা দিলেন। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। দম্পতির বিশেষ মুহূর্তের ছবি তুলে রাখতে ভোলেননি উপস্থিত অতিথি অভ্যাগতরা। তাঁদের সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
ছাপড়া সদর ব্লকের রামকোলভা এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সি শ্যাম কুমারের আরও ৬ ভাইবোন আছে। কিন্তু বয়সে সবথেকে ছোট শ্যামই খর্বকায়। বাকিরা স্বাভাবিক উচ্চতার। উচ্চতা অস্বাভাবিক কম হওয়ার জন্য তাঁর জন্য পাত্রী খুঁজে পাচ্ছিলেন না পরিবার পরিজনরা। অনেক সন্ধানের পর অবশেষে রেণুর খোঁজ পাওয়া যায়।
আরও পড়ুন :  সূর্যাস্তের পর ঘরের এই কাজগুলি করলে ঋণের জালে ডুবে যাবেন, জানুন সুখী সংসারের বাস্তু টিপস
শ্যামের মতো সমস্যায় পড়েছিলেন রেণুর বাড়ির লোকজনও। ছাপড়ার ভাওয়ালপুর এলাকার মাধাউরা এলাকার এই পরিবার রেণুর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন। কিন্তু খর্বকায় রেণুর জন্য পাত্র খুঁজেই পাচ্ছিলেন না তাঁরা। অবশেষে তাঁরা জানতে পারেন শ্যামের কথা। তাঁদের বিয়ের সম্বন্ধ করা হয়। প্রসঙ্গত রেণুও তাঁর চার ভাই ও দুই বোনের মধ্যে একাই খর্বকায়।
advertisement
advertisement
আরও পড়ুন : হৃতিক রোশনের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খানের হাতে মার খেয়ে হারাতে বসেন দৃষ্টিশক্তি, বিয়ে ও একাধিক সম্পর্কেও জীনত ছিলেন অসুখী
শুক্রবার এক হয় শ্যাম ও রেণুর চার হাত। তাঁরা একে অন্যকে পেয়ে খুশি। তাঁরা জানান যে সমবয়সি বাকিদের দেখে তাঁদেরও বিয়ের ইচ্ছে হয়েছিল। অবশেষে জীবনসঙ্গীকে পেয়ে পূর্ণ হয়েছে জীবনের স্বপ্ন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eternal Love: উচ্চতা ছোট, ক্ষতি নেই, ভালবাসা তো বড়, সাড়ে ৩ ফুট লম্বা কনে বিয়ে করলেন ৩ ফুট উচ্চতার বরকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement