Zeenat Aman's Tragic Life: হৃতিক রোশনের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খানের হাতে মার খেয়ে হারাতে বসেন দৃষ্টিশক্তি, বিয়ে ও একাধিক সম্পর্কেও জীনত ছিলেন অসুখী

Last Updated:
Zeenat Aman's Tragic Life: অভিযোগ, আটের দশকে মুম্বইয়ের এক হোটেলে প্রথম পক্ষের স্ত্রী জারিনের সামনেই জীনতের উপর অকথ্য অত্যাচার করেন সঞ্জয়
1/10
ব্যর্থতা দিয়ে শুরু অভিনেত্রী কেরিয়ার৷ কিন্তু শেষে তিনি নিজেই হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান৷ সাংবাদিকের জীবন ছেড়ে লাস্যময়ী নায়িকা হওয়া জীনত অমানের ব্যক্তিগত জীবন ছিল কণ্টকিত৷
ব্যর্থতা দিয়ে শুরু অভিনেত্রী কেরিয়ার৷ কিন্তু শেষে তিনি নিজেই হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান৷ সাংবাদিকের জীবন ছেড়ে লাস্যময়ী নায়িকা হওয়া জীনত অমানের ব্যক্তিগত জীবন ছিল কণ্টকিত৷
advertisement
2/10
জীনত তাঁর বাবা আমানুল্লাহ খানকে হারান কৈশোরে৷ আমানুল্লাহ লেখালেখি করতেন আমন ছদ্মনামে৷ চিত্রনাট্যকার হিসেবে ছিলেন ‘পাকিজা’ ও ‘মুঘল-এ-আজম’-এর ইউনিটে৷ বাবার ছদ্মনামই পরে নিজের পরিচয় হিসেবে গ্রহণ করেন জীনত৷
জীনত তাঁর বাবা আমানুল্লাহ খানকে হারান কৈশোরে৷ আমানুল্লাহ লেখালেখি করতেন আমন ছদ্মনামে৷ চিত্রনাট্যকার হিসেবে ছিলেন ‘পাকিজা’ ও ‘মুঘল-এ-আজম’-এর ইউনিটে৷ বাবার ছদ্মনামই পরে নিজের পরিচয় হিসেবে গ্রহণ করেন জীনত৷
advertisement
3/10
কৈশোর থেকে নিটোল সংসারিক জীবন তিনি পাননি৷ আমানুল্লাহর মৃত্যুর পর তাঁর স্ত্রী বিয়ে করেন এক জার্মান নাগরিককে৷ ফলে জীনত অনেকটাই একা হয়ে পড়েন৷ তিনিও উচচ্শিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে৷ কিন্তু তা সম্পূর্ণ না করেই ফেরেন দেশে৷
কৈশোর থেকে নিটোল সংসারিক জীবন তিনি পাননি৷ আমানুল্লাহর মৃত্যুর পর তাঁর স্ত্রী বিয়ে করেন এক জার্মান নাগরিককে৷ ফলে জীনত অনেকটাই একা হয়ে পড়েন৷ তিনিও উচচ্শিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে৷ কিন্তু তা সম্পূর্ণ না করেই ফেরেন দেশে৷
advertisement
4/10
সাংবাদিকতা, মডেলিং পেরিয়ে জীনত পা রাখেন অভিনয়ের দুনিয়ায়৷ কিন্তু গত শতকের সাতের দশকের শুরুতে তাঁর প্রথম দিকের ছবিগুলি পর পর ফ্লপ করছিল৷ এর পর দেব আনন্দের ‘হরে কৃষ্ণ হরে রাম’ ছবি ছিল জীনতের টার্নিং পয়েন্ট৷
সাংবাদিকতা, মডেলিং পেরিয়ে জীনত পা রাখেন অভিনয়ের দুনিয়ায়৷ কিন্তু গত শতকের সাতের দশকের শুরুতে তাঁর প্রথম দিকের ছবিগুলি পর পর ফ্লপ করছিল৷ এর পর দেব আনন্দের ‘হরে কৃষ্ণ হরে রাম’ ছবি ছিল জীনতের টার্নিং পয়েন্ট৷
advertisement
5/10
‘দম মারো দম’ গানের সঙ্গে আইকনিক হয়ে যাওয়া জীনতের কাছে এর পর অভিনয়ের অফারের বন্যা বয়ে যায়৷ দেব আনন্দের সঙ্গে তাঁর জুটি হয়ে ওঠে বলিউডের সেরা আকর্ষণ৷ ক্রমে জীনতের ফিল্মোগ্রাফিতে একে একে যোগ হয় ‘ইয়াদোঁ কি বরাত’, ‘ডার্লিং ডার্লিং’, ‘হীরা পান্না’, ‘কুরবানি’, ‘দোস্তানা’, ‘ডন’, ‘প্রেম শাস্ত্র’ এবং ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সুপারহিট ছবি৷
‘দম মারো দম’ গানের সঙ্গে আইকনিক হয়ে যাওয়া জীনতের কাছে এর পর অভিনয়ের অফারের বন্যা বয়ে যায়৷ দেব আনন্দের সঙ্গে তাঁর জুটি হয়ে ওঠে বলিউডের সেরা আকর্ষণ৷ ক্রমে জীনতের ফিল্মোগ্রাফিতে একে একে যোগ হয় ‘ইয়াদোঁ কি বরাত’, ‘ডার্লিং ডার্লিং’, ‘হীরা পান্না’, ‘কুরবানি’, ‘দোস্তানা’, ‘ডন’, ‘প্রেম শাস্ত্র’ এবং ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সুপারহিট ছবি৷
advertisement
6/10
গুঞ্জন, বিবাহিত সঞ্জয় খানের প্রেমে পড়েছিলেন জীনত৷ কোনও কোনও সূত্র বলে, তাঁদের নাকি বিয়েও হয়েছিল৷ তবে এই সম্পর্ক সুখের হয়নি তাঁর জন্য৷ অভিযোগ, আটের দশকে মুম্বইয়ের এক হোটেলে প্রথম পক্ষের স্ত্রী জারিনের সামনেই জীনতের উপর অকথ্য অত্যাচার করেন সঞ্জয়৷
গুঞ্জন, বিবাহিত সঞ্জয় খানের প্রেমে পড়েছিলেন জীনত৷ কোনও কোনও সূত্র বলে, তাঁদের নাকি বিয়েও হয়েছিল৷ তবে এই সম্পর্ক সুখের হয়নি তাঁর জন্য৷ অভিযোগ, আটের দশকে মুম্বইয়ের এক হোটেলে প্রথম পক্ষের স্ত্রী জারিনের সামনেই জীনতের উপর অকথ্য অত্যাচার করেন সঞ্জয়৷
advertisement
7/10
জীনতের অভিযোগ, ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা করবেন বলে তাঁকে হোটেলে ডেকে পাঠান সঞ্জয়৷ সেখানেই সঞ্জয়ের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয় তাঁর ডানচোখের দৃষ্টিশক্তি৷ ক্ষতবিক্ষত হয়ে যায় মুখ৷ কিন্তু চরম বিতর্কিত এই অধ্যায় নিয়ে পুরোপুরি নীরব সঞ্জয় নিজে৷
জীনতের অভিযোগ, ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা করবেন বলে তাঁকে হোটেলে ডেকে পাঠান সঞ্জয়৷ সেখানেই সঞ্জয়ের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয় তাঁর ডানচোখের দৃষ্টিশক্তি৷ ক্ষতবিক্ষত হয়ে যায় মুখ৷ কিন্তু চরম বিতর্কিত এই অধ্যায় নিয়ে পুরোপুরি নীরব সঞ্জয় নিজে৷
advertisement
8/10
তবে এই অভিযোগ নিয়ে কোনওদিন পুলিশের দ্বারস্থ হননি জীনত৷ সঞ্জয়কে ভুলতে ১৯৮৫ সালে তিনি বিয়ে করেন মাজহার খানকে৷ কিন্তু অভিযোগ সেই দাম্পত্যেও তিনি নির্যাতিত হতেন স্বামীর হাতে৷ ১৯৯৮ সালে প্রয়াত হন অসুস্থ মাজহার৷
তবে এই অভিযোগ নিয়ে কোনওদিন পুলিশের দ্বারস্থ হননি জীনত৷ সঞ্জয়কে ভুলতে ১৯৮৫ সালে তিনি বিয়ে করেন মাজহার খানকে৷ কিন্তু অভিযোগ সেই দাম্পত্যেও তিনি নির্যাতিত হতেন স্বামীর হাতে৷ ১৯৯৮ সালে প্রয়াত হন অসুস্থ মাজহার৷
advertisement
9/10
এর পরও বলিউডে জীনতের সম্ভাব্য বিয়ের গুঞ্জন বলিউডে শোনা গিয়েছিল৷ কিন্তু সেটা রয়ে গিয়েছে গুঞ্জন স্তরেই৷ তবে বিয়ে না করলেও বয়সে অনেকটাই ছোট এক ব্যবসায়ীর সঙ্গে তিনি লিভ ইন করেছিলেন বলেই শোনা যায়৷
এর পরও বলিউডে জীনতের সম্ভাব্য বিয়ের গুঞ্জন বলিউডে শোনা গিয়েছিল৷ কিন্তু সেটা রয়ে গিয়েছে গুঞ্জন স্তরেই৷ তবে বিয়ে না করলেও বয়সে অনেকটাই ছোট এক ব্যবসায়ীর সঙ্গে তিনি লিভ ইন করেছিলেন বলেই শোনা যায়৷
advertisement
10/10
নিয়মিত অভিনয় থেকে জীনত সরে গিয়েছেন অনেক দিনই৷ মাঝে মাঝে পুরস্কার মঞ্চে তাঁকে দেখা যায়৷ তবে সম্প্রতি তিনি এসেছেন সামাজিক মাধ্যমে৷ তাঁর পোস্ট ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা দেখেই বোঝা যায় জনপ্রিয়তা অটুট এখনও৷
নিয়মিত অভিনয় থেকে জীনত সরে গিয়েছেন অনেক দিনই৷ মাঝে মাঝে পুরস্কার মঞ্চে তাঁকে দেখা যায়৷ তবে সম্প্রতি তিনি এসেছেন সামাজিক মাধ্যমে৷ তাঁর পোস্ট ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা দেখেই বোঝা যায় জনপ্রিয়তা অটুট এখনও৷
advertisement
advertisement
advertisement