কী ভাবে রেজিস্ট্রেশন-
কোউইন পোর্টাল ফর কিডস-এর রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্ত শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে৷ অনসাইট রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ জানুয়ারি৷ বৈধ পরিচয়পত্র দেখিয়ে কিশোর কিশোরীদের জন্য টিকার স্লট বুক করা যাবে৷ আপনাকে মোবাইল নম্বর দেওয়ার পর ওটিপি দিতে হবে৷ এর পর আপনি টিকাকরণের স্লট বুক করতে পারবেন৷ আধার এবং অন্যান্য জাতীয় পরিচয়পত্র ছাড়াও বাচ্চাদের দশম শ্রেণির পরিচয়পত্রও রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা যাবে৷
advertisement
আরও পড়ুন : আপনার সদ্যোজাত সন্তান রাতে বার বার ঘুম থেকে উঠে পড়ে? জানুন এর ফলে কী হতে পারে
কোন ভ্যাকসিন-
বর্তমানে বাচ্চাদের জন্য বৈধতা পেয়েছে শুধুমাত্র ভারত বায়োটেকের কোভ্যাক্সিন৷ যদিও জাইডাস ক্যাডিলা-র তৈরি টিকা ছিল বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে প্রথম বৈধতাপ্রাপ্ত৷ কিন্তু সেটি এখনও ভারতে লঞ্চ করা হয়নি৷ টিকাগ্রহণের পর বাচ্চাদেরও টিকাকেন্দ্রে ১৫ মিনিট থেকে আধঘণ্টা পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন : সর্দিকাশিতে নাক বন্ধ হয়ে রাতের ঘুমে ব্যাঘাত? ঘুমোতে যাওয়ার আগে মেনে চলুন এই নিয়মগুলি
পার্শ্ব প্রতিক্রিয়া-
শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ তনেজা সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯-এর টিকার ক্ষেত্রে চরম ও তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া বিরল৷ তিনি বলেছেন, বাচ্চাদের ক্ষেত্রেও টিকা নেওয়ার পর হাল্কা জ্বর আসতে পারে৷ ১ বা ২ দিনের জন্য থাকতে পারে গায়ে ব্যথাও৷ এই মৃদু উপসর্গ নিজের থেকেই চলে যাবে বলে অভিমত চিকিৎসক বিকাশের৷ প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল দেওয়া যেতে পারেও বলেও তিনি জানিয়েছেন৷ তবে টিকা নেওয়ার পর উপযুক্ত বিশ্রাম, স্বাস্থ্যকর ডায়েট এবং পর্যাপ্ত জলপান করে বাচ্চাদের শরীর হাইড্রেটেড রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷
আরও পড়ুন : ওমিক্রন আবহে সুরক্ষিত রাখতে চান আপনার সন্তানকে? ওকে দিন সহজ এই আয়ুর্বেদিক টোটকা
তবে কোনও টিকার প্রতি প্রতিক্রিয়া হওয়ার যদি মেডিক্যাল হিস্ট্রি থাকে কোনও বাচ্চার অথবা তার পরিবারের কারওর, তবে আগে থেকে অভিভাবকদের বাড়তি সতর্কতা নিতে হবে৷ অভিমত চিকিৎসক বিকাশের৷