অযোধ্যায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন , শহুরে কোলাহল ছেড়ে তাঁরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আদিবাসী নৃত্য ও ছৌ নৃত্য উপভোগ করছেন। আগের তুলনায় অযোধ্যা পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট অনেক ঝাঁ চকচকে হয়ে গিয়েছে।
advertisement
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ের এক স্থানীয় বাসিন্দা বলেন , ‘‘অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। হোটেল , হোম-স্টে গুলি প্রায় ভর্তি হয়ে গিয়েছে পর্যটকদের ভিড়ে। সারা বছরই কমবেশি পর্যটকদের ভিড় থাকলেও উৎসবের দিনগুলিতে ভিড় আরও বেড়ে যায়। আরও বেশ কিছু হোম-স্টে হোটেল বাড়ানো হলে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে।’’
আরও পড়ুন : ব্লাড প্রেশারের মহৌষধ এই ৫ খাবার! শীতে খেতেই হবে হাইপার টেনশনের রোগীদের
শীতের শুরুতেই পুরুলিয়ার পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়তে দেখা যায়। আর বড়দিনের উৎসবে পরেই ভিড় যেন আরও অনেকখানি বেড়ে ওঠে অযোধ্যা পাহাড়ে। অনেকেই ক্রিসমাসের পরবর্তী সময় ও নববর্ষের শুভারম্ভে অযোধ্যা পাহাড়ে ভিড় জমান। এ বছরও বড়দিনের পর থেকেই দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড়।