এই পদ্ধতিতে কাচের বোতলকে ঘণ্টার মতো ব্যবহার করা হচ্ছে। বোতলের গায়ে দড়ি দিয়ে ঢিল বাঁধা হচ্ছে। বাতাসে সেই বোতল নড়লেই শব্দ হচ্ছে। যার ভয়ে পাখি থেকে পোকামাকড় আসছে না। এ নিয়ে সাদ্দাম মোল্লা নামের এক কৃষক জানিয়েছেন, এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়। এখন অনেকেই নিজেদের বাগানে এই পদ্ধতি ব্যবহার করছেন। এতে উপকার হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাষবাসের ভিডিও দেখে এই পদ্ধতি শিখেছেন তাঁরা। এই পদ্ধতিতে খরচ একেবারেই নেই। তবে লাভ হচ্ছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন : পরপুরুষ বা পরস্ত্রীতে মন নেই! পরকীয়া থেকে দূরে! প্রেম বা বিয়ের জন্য সেরা অপশন এই ৬ রাশি
এই পদ্ধতির সাফল্যের পর এখন অনেকেই নিজেদের বাগানে এই বোতল ঝুলিয়ে রাখছেন। আর তাতেই খুব সহজে পোকামাকড় থেকে পাখি তাড়ানো যাচ্ছে। কমেছে কীটনাশকের খরচ। পোকামাকড় না আসায় ফল থেকে সবজির ভাল ফলন হচ্ছে। আর যা নিয়ে খুশি সকলেই।