TRENDING:

Aditya Tiwari : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

Last Updated:

Aditya Tiwari :তাঁর বিয়েতে আমন্ত্রিত ছিলেন গৃহহীন এবং অনাথাশ্রমের শিশুরা৷ নিমন্ত্রিতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনদওর : ৯ বছর আগে ২৮ বছর বয়সি আদিত্য তিওয়ারি যখন বিশেষ ক্ষমতাসম্পন্ন এক শিশুকে দত্তক নিতে চেয়েছিলেন, অনেকেরই ভ্রূকুঞ্চিত হয়েছিল৷ কিন্তু অসম্ভবকেই তিনি সম্ভব করেছিলেন৷ তার পরও বার বার উজান স্রোতে পাড়ি দিয়েছেন এই ইঞ্জিনিয়ার৷ ২০১৫ সালের অক্টোবর মাসে আদিত্য ডাউন সিন্ড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নিয়েছিলেন৷ দেশের সর্বকনিষ্ট সিঙ্গল ফাদার ছেলের নাম রাখেন বিন্নি, ভাল নাম দেওয়া হয় অবনীশ৷ পরের বছরই বিয়ে করেন আদিত্য৷ ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে৷
ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে, ছবি : সোশ্যাল মিডিয়া
ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে, ছবি : সোশ্যাল মিডিয়া
advertisement

তাঁর বিয়েতে আমন্ত্রিত ছিলেন গৃহহীন এবং অনাথাশ্রমের শিশুরা৷ নিমন্ত্রিতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজার৷ নিমন্ত্রিতদের জন্য রিটার্ন গিফ্ট ছিল ওষুধ এবং গাছের চারা৷ এখানেই শেষ নয়৷ পথের পশু এবং চিড়িয়াখানার বাসিন্দা মিলিয়ে মোট ১ হাজারের বেশি পশুপ্রাণীর জন্যও খাবারের বন্দোবস্ত করেন তিনি৷ তারাও ছিল তাঁর বিয়ের অতিথি৷ যাদের কাছে কোনওদিন কোনও নিমন্ত্রণের চিঠি পৌঁছয় না, সেই গৃহহীন, অনাথাশ্রমের শিশু এবং পশুপ্রাণীদের জন্য তিনি রেখেছিলেন ভুরিভোজের ব্যবস্থা৷

advertisement

আরও পড়ুন : শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জীবনসঙ্গিনী খুঁজতে সময় নেনে আদিত্য৷ কিন্তু তিনি ঠিক করেছিলেন যাঁকে বিয়ে করবেন তিনি যেন বিন্নিকে তাঁর মতোই ভালবাসেন৷ তাঁর সে ইচ্ছে পূর্ণ হয়েছে৷ আদিত্যর কথায়, স্ত্রী তাঁর থেকেও বেশি ভালবাসেন অবনীশকে৷ ছেলের পরিবার সম্পূর্ণ হতে দেখে খুশি আদিত্যর বাবাও৷ তাঁর মতে, ভালবাসাই পারে সব ক্ষত উপশম করতে৷ আপনজনদের পরিচর্যায় আগের থেকে অনেকটাই ভাল আছে ছোট্ট অবনীশও৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Aditya Tiwari : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল