TRENDING:

Palindrome Date: তারিখেই লুকিয়ে সংখ্যামাহাত্ম্য! সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা স্মরণীয় করে রাখতে চান এই মঙ্গলবারকে

Last Updated:

Palindrome Date: এই তারিখে মঙ্গলবার পড়ায়, সামাজিক মাধ্যমে দিনটিকে মজা করে বলা হচ্ছে ‘টুওসডে’ (Twosday)৷ অর্থাৎ ২-২-২২ বা 2-2-22 থেকে Tuesday-র পরিবর্তে Twosday৷ (Palindrome Date)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারা জীবনে একবারই আসবে আজকের দিনটি৷ অদ্ভুত বিরল সেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে আজকের তারিখে-২২.০২.২২৷ এরকম তারিখকে বলা হয় ‘সিমেট্রিক্যাল’ বা প্যালিনড্রোম৷ অর্থাৎ দু’দিক থেকেই সমান৷ সামনের দিক থেকে বা পিছন দিক থেকে, যেভাবেই দেখা যাক না কেন, এই তারিখের পরিবর্তন নেই৷ এই তারিখে মঙ্গলবার পড়ায়, সামাজিক মাধ্যমে দিনটিকে মজা করে বলা হচ্ছে ‘টুওসডে’ (Twosday)৷ অর্থাৎ ২২-২-২২ বা 22 -2-22 থেকে Tuesday-র পরিবর্তে Twosday৷ (Palindrome Date)
advertisement

একই সারিতে সব ২, এরকম তারিখ আবার আসবে ২১২২ সালে৷ সময়যানে আরও এগিয়ে গেলে ২২২২ খ্রিস্টাব্দে ২ ফেব্রয়ারি হবে সম্পূর্ণ ‘২’ দিবস! জ্যোতিষ অনুযায়ী ২ সংখ্যার অর্থ হল দুই ব্যক্তির মধ্যে ঐক্য বা মিলন৷ অথবা দু’টি ধারণার মেলবন্ধন বলেও ধরে নেওয়া যায়৷

আরও পড়ুন : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে

advertisement

শেষ বার তারিখে প্যালিনড্রোম হয়েছিল ২০১১ সালের ১ জানুয়ারি৷ লেখা হয়েছিল ১-১১-১১৷ এর পর আবার ৩-এর প্যালিনড্রোম পাব ৩০৩৩ সালের ৩ মার্চ৷ লেখা হবে ৩-৩-৩৩৷ এ বারে গাণিতিক নিয়মে আসতেই থাকবে বিভন্ন সংখ্যার প্যালিনড্রোম তারিখ৷

আরও পড়ুন : সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জীবনে একবারই এরকম বিরল তারিখকে নানা ভাবে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা ধরনের কাজ করেন৷ সি সেকশনের ক্ষেত্রে অনেকেই সন্তানের জন্মের দিন নির্ধারণ করেন এমন একটি তারিখকে৷ আবার অনেকে নতুন জীবনও তাঁরা শুরু করেন এমন একটি তারিখেই৷ সেই ছবি ধরা পড়েছে এ বারও৷ জানা গিয়েছে, আজকের দিনে মালয়েশিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনেক জুটি৷ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা জীবনে জড়িয়ে নিতে চান সংখ্যাতত্বের মাহাত্ম্যকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Palindrome Date: তারিখেই লুকিয়ে সংখ্যামাহাত্ম্য! সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা স্মরণীয় করে রাখতে চান এই মঙ্গলবারকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল