এর পাশাপাশি বদল করা হয়েছে ক্লাসের সময়সীমার (Class Time Change)। করো না পরিস্থিতির আগে যে সময় সীমাতে ক্লাস নেওয়া হতো সেই সময় সীমাতেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সকাল ১০: ৫০ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত হবে ক্লাস।পর্ষদের তরফে নির্দেশিকা দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে শনিবার কোন পঠন-পাঠন হবে না ক্লাসরুমে।
advertisement
শনিবার শুধুমাত্র ফিডব্যাক এবং অভিভাবকদের অরিয়েন্টেশন করানো হবে। অর্থাৎ এক্ষেত্রে শনিবার স্কুলে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। পর্ষদের তরফে নির্দেশিকা দিয়েও জানানো হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলা তে স্কুল এর সময়সীমা সকাল সাড়ে ন'টা থেকে দুপুর তিনটে পর্যন্ত।
আরও পড়ুন - Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ডে বীরভূমে প্রথমবার বেসরকারি হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন
মূলত সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই এক সপ্তাহের মধ্যেই ফের ক্লাস এর সময়সীমা সংক্রান্ত একাধিক রদবদল করল রাজ্য। প্রসঙ্গত গত শুক্রবার প্রত্যেকটি জেলার একজন করে প্রধান শিক্ষক এবং প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক দের সঙ্গে বিস্তারিত আলোচনা করে স্কুল শিক্ষা দপ্তর। মূলত আলোচনা তে স্কুলগুলির উপস্থিতির হার সহ একাধিক বিষয় নিয়ে মতামত নেয় রাজ্য। সে ক্ষেত্রে দেখা যায় নবম ও একাদশ শ্রেণির উপস্থিতির হার স্কুলগুলিতে অনেকটাই কমে যাচ্ছে। শুধু তাই নয়, সামগ্রিকভাবে ও স্কুলগুলিতে উপস্থিতির হার কমে যাচ্ছে। গত সপ্তাহে মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকাতে জানিয়েছিল সোম থেকে শনিবার অর্থাৎ সপ্তাহে ছ দিন ক্লাস হবে। কিন্তু এক সপ্তাহের ফিডব্যাক নেওয়ার পরপরই ক্লাসের সময় সীমার ফের পরিবর্তন করা হল। আগামীকাল থেকেই এই নয়া নির্দেশিকা কার্যকর করা হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুল এই এই নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ এ।
SOMRAJ BANDOPADHYAY