Matrimonial Advertisement: হবু বউয়ের ‘এই’ রকম স্তনের সাইজ, এই সাইজের কোমর চাই, বিয়ের বিজ্ঞাপনের পর যা হল...

Last Updated:
পাত্র বা পাত্রী -র নিজের বিয়ের বিজ্ঞাপনে পছন্দমতো বৈশিষ্ট্যের বিবরণ দেন৷ নিজেদের গুণের বিবরণও বিজ্ঞাপনে (matrimonial advertisement) দিয়ে থাকেন, কিন্তু এই বিজ্ঞাপন সমস্ত শালীনতার সীমা পেরিয়ে যায়৷
1/4
#কলকাতা: বিয়ের (Marriage) জন্য ছেলে বা মেয়ে খোঁজার চল পৃথিবী জুড়ে সর্বত্রই রয়েছে৷ এর জন্য কখনও  খবরের কাগজ, কখনও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া হয়৷ কেউ কোনও পাত্র বা পাত্রী -র নিজের বিয়ের বিজ্ঞাপনে পছন্দমতো বৈশিষ্ট্যের বিবরণ দেন৷ নিজেদের গুণের বিবরণও বিজ্ঞাপনে (matrimonial advertisement) দিয়ে থাকেন তাঁরা৷ বর্তমানে একটি বিয়ে সংক্রান্ত পাত্রী চেয়ে বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে৷ বিজ্ঞাপনে তিনি বিশেষ ধরণের বৈশিষ্ট্যের কথা বলতে চেয়েছেন৷ এই বিজ্ঞাপন দেখে নেটিজেনরা অসম্ভব নিন্দায় ভরিয়ে দিচ্ছে৷
#কলকাতা: বিয়ের (Marriage) জন্য ছেলে বা মেয়ে খোঁজার চল পৃথিবী জুড়ে সর্বত্রই রয়েছে৷ এর জন্য কখনও খবরের কাগজ, কখনও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া হয়৷ কেউ কোনও পাত্র বা পাত্রী -র নিজের বিয়ের বিজ্ঞাপনে পছন্দমতো বৈশিষ্ট্যের বিবরণ দেন৷ নিজেদের গুণের বিবরণও বিজ্ঞাপনে (matrimonial advertisement) দিয়ে থাকেন তাঁরা৷ বর্তমানে একটি বিয়ে সংক্রান্ত পাত্রী চেয়ে বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে৷ বিজ্ঞাপনে তিনি বিশেষ ধরণের বৈশিষ্ট্যের কথা বলতে চেয়েছেন৷ এই বিজ্ঞাপন দেখে নেটিজেনরা অসম্ভব নিন্দায় ভরিয়ে দিচ্ছে৷
advertisement
2/4
এদিকে নেটিজেনরা রেডিটের মাধ্যমে ‘Betterhalf.ai’  একটি অ্যাড পোস্ট করেছে৷ এই বিয়ের বিজ্ঞাপনে (matrimonial advertisement) এক যুবক বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন৷ বহু বউকে পরিষ্কার -পরিচ্ছন্ন হতে হবে৷ এটুকু হলে তো কোনও বিষয় ছিল না৷ এছাড়াও তিনি হবু স্ত্রী-র শারীরিক বৈশিষ্ট্যের  বিবরণ দিয়েছেন৷ পাশাপাশি যে ভাষায় তিনি সবকিছুর বিবরণ দিয়েছেন তাও খুবই নিলর্জ্জ ভাবে৷ বহু বউয়ের স্তনযুগলের আকার (Breast Size) থেকে কোমরের আকার (waist) সবকিছুর বিবরণ দেওয়া হয়েছ৷
এদিকে নেটিজেনরা রেডিটের মাধ্যমে ‘Betterhalf.ai’ একটি অ্যাড পোস্ট করেছে৷ এই বিয়ের বিজ্ঞাপনে (matrimonial advertisement) এক যুবক বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন৷ বহু বউকে পরিষ্কার -পরিচ্ছন্ন হতে হবে৷ এটুকু হলে তো কোনও বিষয় ছিল না৷ এছাড়াও তিনি হবু স্ত্রী-র শারীরিক বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন৷ পাশাপাশি যে ভাষায় তিনি সবকিছুর বিবরণ দিয়েছেন তাও খুবই নিলর্জ্জ ভাবে৷ বহু বউয়ের স্তনযুগলের আকার (Breast Size) থেকে কোমরের আকার (waist) সবকিছুর বিবরণ দেওয়া হয়েছ৷
advertisement
3/4
বিয়ের এই অদ্ভুত বিজ্ঞাপন দেখে নেটিজেনরা নিজেদের অপছন্দ দেখাতে কসুর করেনি৷ একজন বলেছে এই মানুষটি কি মেয়েদের পোশাক তৈরির টেলর নাকি? কেউ কেউ আবার কোম্পানিকে এই বিজ্ঞাপনটি কতটা নিম্নমানের তার বিবরণ দিয়ে অভিযোগ জানিয়েছেন৷
বিয়ের এই অদ্ভুত বিজ্ঞাপন দেখে নেটিজেনরা নিজেদের অপছন্দ দেখাতে কসুর করেনি৷ একজন বলেছে এই মানুষটি কি মেয়েদের পোশাক তৈরির টেলর নাকি? কেউ কেউ আবার কোম্পানিকে এই বিজ্ঞাপনটি কতটা নিম্নমানের তার বিবরণ দিয়ে অভিযোগ জানিয়েছেন৷
advertisement
4/4
কোম্পানিও নিজেদের ট্যুইটারে জানিয়েছে এই বিজ্ঞাপনে সমস্ত শালীনতার সীমা পার করা হয়েছে৷ এই নেটিজেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি এই বিষয়ে খবর দেওয়ার জন্য ধন্যবাদও দেওয়া হয়েছে৷
কোম্পানিও নিজেদের ট্যুইটারে জানিয়েছে এই বিজ্ঞাপনে সমস্ত শালীনতার সীমা পার করা হয়েছে৷ এই নেটিজেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি এই বিষয়ে খবর দেওয়ার জন্য ধন্যবাদও দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
advertisement