মৃত ভোটার, ঠিকানা বদল, একই সময়ে দু’জায়গায় নাম থাকা ভুয়ো ভোটারদের নাম বাতিলের প্রক্রিয়া চলবে এবার বাংলায় ৷ কমিশনের দাবি, এর ফলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে বাংলায়৷
ইতিমধ্যে বিহারে এসআইআর হয়েছে। সেখানে মূলত ১১টি নথি লেগেছে নাগরিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাতেও নাগরিকদের জন্য গণনা ফর্মের সঙ্গে ১১টি নথির প্রয়োজন পড়বে ৷ কমিশন স্পষ্ট করেছে, ১১টির মধ্যে যে কোনও একটি বা দু’টি বা তার বেশি নথি দিয়ে গণনা ফর্ম পূরণ করতে হবে ৷ এনুম্যারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে সেই নথি বা নথিগুলি ৷
advertisement
আরও পড়ুন- ডুয়ার্সে বিপর্যয়! আলোচনায় উঠে আসছে ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের প্রসঙ্গ
এবার দেখে নেওয়া যাক কোন নথিগুলি থাকতে হবে-
১. কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী/পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার ৷
২. 01.07.1987-এই তারিখের আগের সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/ভারতীয় জীবন বিমা নিগম/রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা প্রদত্ত যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথি ৷
৩. উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
৪. পাসপোর্ট ৷
৫. কোনও স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
৬. রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র ৷
৭. বনভূমি অধিকার শংসাপত্র ৷
৮. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/তফসিলি জাতি/তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত শংসাপত্র ৷
৯. জাতীয় নাগরিক পঞ্জি (NRC) (যাদের হয়েছে) ৷
১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিবার পঞ্জি (ফ্যামিলি রেজিস্টার) ৷
১১. জমি/বাড়ির সরকারি শংসাপত্র বা জমি/বাড়ির দলিল ৷