সূত্রের খবর, বাংলায় ৬ থেকে ৮টি আসনের দাবি জানায় কংগ্রেস৷ দার্জিলিঙ, রায়গঞ্জ, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ৷ এবিষয়ে রাজ্যের শাসক-দলকে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷
কিন্তু, জানা গিয়েছে. কংগ্রেসকে দুটি আসন ছাড়ার বিষয়ে অনড় তৃণমূল কংগ্রেস। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও এই বিষয়ে জানিয়েছেব তৃণমূল নেতৃত্ব। ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসকে জোটের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে।
advertisement
আরও পড়ুন: শুভেন্দু কাণ্ডে হূলস্থূল, রিপোর্ট জমা পড়ল নবান্নে! নিরাপত্তার প্রশ্নে আরও কড়া নজরদারি
অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব ,মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরে জোটের বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে এখনও অনড় নেতৃত্ব।
ইন্ডিয়া জোটের বৈঠকের পরই এ দিন দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা৷ সেই বৈঠকেই প্রদেশ নেতারা বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-কে হারাতে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও জোটের পক্ষে তাঁরাও৷ কিন্তু সেই জোট সম্মানজনক হতে হবে বলেও দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা৷
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
ইন্ডিয়া জোটে বৈঠকের পরেও আসন রফার ফর্মুলা কী হবে, তার দিশা মেলেনি৷ যদিও আসন রফার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জোটের সমীকরণ আদৌ বের করা সম্ভব কি না, বৈঠকের শেষেও তা নিয়ে মুখ খোলেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ ফলে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়েছে৷