Cyclonic Circulation: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ...বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপাতত শুক্রবার পর্যন্ত শীতের স্পেল। পঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ। এই কোল্ড প্যাসেজে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমেছে। পঞ্জাবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা।
এই তো গত রবিবারই ছিল এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন৷ আর তারপর ২ দিন ঘুরতে না ঘুরতেই আবহাওয়ায় ফের আসছে বিরাট বদল৷ আর বদলটা এমনই যে, আশঙ্কা করা হচ্ছে, এবারের ক্রিশমাসে ফুল স্লিভ সোয়েটার কেন, হাফ স্লিভ সোয়েটার পরলেও বেশ বেগ পেতে হবে আমাদের৷ শীতের মরসুমে সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত৷
advertisement
advertisement
advertisement
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বুধবার লাক্ষ্মাদ্বীপের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তা এখন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ফলে বৃহস্পতিবার অর্থাৎ, ২১ ডিসেম্বর থেকে দক্ষিণ তামিলনাড়ু, কেরল, মাহে এবং লাক্ষ্মাদ্বীপে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টিপাতে সম্ভাবনা আপাতত নেই৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন রাতের দিকের তাপমাত্রার তেমন কোনও বদল হবে না৷ তবে তার পরের দু-তিন দিন রাতের দিকের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে৷ অর্থাৎ, বড়দিনে তেমন ঠান্ডা থাকবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা৷
advertisement
advertisement
advertisement