Suvendu Adhikari: শুভেন্দু কাণ্ডে হূলস্থূল, রিপোর্ট জমা পড়ল নবান্নে! নিরাপত্তার প্রশ্নে আরও কড়া নজরদারি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আজ সকালেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার নবান্নের দায়িত্বরত পুলিশ আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন। গেট দিয়ে কোন গাড়ি ঢুকছে, কী কারণে ঢোকা হচ্ছে তার বিস্তারিত তথ্য জানছে কলকাতা পুলিশ।
কলকাতা: গতকাল বুধবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করছেন, ঠিক তখনই চার বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হঠাৎ হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিজেপি নেতার এই ভাবে নবান্নে হঠাৎ ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থূল কাণ্ড বেঁধে যায় রাজ্যের প্রশাসনিক ভবনে৷ গতকাল নবান্নে বিরোধী দলনেতা ঢোকার জের। কলকাতা পুলিশের নজরদারিতে এবার বাড়তি তৎপরতার নির্দেশ দেওয়া হল বলে সূত্রের খবর।
গতকালের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়ে গিয়েছে নবান্নতে।বুধবার নবান্নতে সরাসরি চলে আসেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর গাফিলতির উল্লেখ রয়েছে রিপোর্টে।
এরপরই আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। মুখ্যমন্ত্রীর প্রবেশদ্বারে রয়েছেন কলকাতা পুলিশের একাধিক সার্জেন্ট। অন্যান্য গেটেও নজরদারি বাড়ানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে, আগে থেকে এন্ট্রি না থাকলে কোনও গাড়ি নবান্নয় ঢুকবে না।
advertisement
advertisement
জানা গিয়েছে, এবার থেকে নবান্নের গেট গুলিতে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। গাড়ি ঢোকা ও বেরনোর উপর কড়া নজরদারি পুলিশের।
আরও পড়ুন: লক্ষ কণ্ঠে গীতাপাঠে বিশ্বরেকর্ডের হাতছানি! তা-ও আবার একসঙ্গে ৪টি ক্ষেত্রে, তুঙ্গে প্রস্তুতি
আজ সকালেই কলকাতা পুলিশ কমিশনার নবান্নের দায়িত্বরত পুলিশ আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন। গেট দিয়ে কোন গাড়ি ঢুকছে, কী কারণে ঢোকা হচ্ছে তার বিস্তারিত তথ্য জানতে চায় কলকাতা পুলিশ।
advertisement
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
নবান্ন আসার পথে বিভিন্ন গাড়ির গতিবিধির উপরও নজরে রাখছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর প্রবেশপথেও গতকালের পরে আজ বাড়তি পুলিশি নিরাপত্তা রয়েছে। আজ থেকে মুখ্যমন্ত্রীর প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
December 21, 2023 1:14 PM IST