Geetapath in Brigade: লক্ষ কণ্ঠে গীতাপাঠে বিশ্বরেকর্ডের হাতছানি! তা-ও আবার একসঙ্গে ৪টি ক্ষেত্রে, তুঙ্গে প্রস্তুতি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এছাড়া, অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজি নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। দাবি করা হয়েছে, ষাট হাজার জন একত্রে গাইবেন, “হে পার্থসারথি, বাজাও বাজাও পঞ্চ জন্য শঙ্খ” গানটি। এটিও বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে।
কলকাতা: বিশ্ব রেকর্ডে নাম উঠতে চলেছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের। অন্তত এমনটাই দাবি করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। আগামী ২৪ ডিসেম্বর, রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হতে চলেছে। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছে থাকলেও, ব্যস্ততার কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারবেন না তিনি৷ উদ্যোক্তারা জানিয়েছেন, চিঠিতে আন্তরিকভাবে তাঁদের অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন মোদি৷
ইতিমধ্যেই লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রচার শুরু হয়েছে জোর কদমে। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদ, অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসছে কলকাতায়। গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজকদের দাবি, ‘৪টি ক্ষেত্রে বিশ্বরেকর্ড তৈরি হতে পারে। প্রথমটি ১ লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ। এছাড়াও ওইদিন ব্রিগেডে সত্তর হাজার মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন।’ সেটিও বিশ্বে এর আগে হয়নি বলেই তাদের দাবি।
advertisement
আরও পড়ুন: গীতাপাঠ অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রী! এবার কী করবে বিজেপি? খোলসা করলেন শুভেন্দু-সুকান্তরা
এছাড়া, অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজি নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। দাবি করা হয়েছে, ষাট হাজার জন একত্রে গাইবেন, “হে পার্থসারথি, বাজাও বাজাও পঞ্চ জন্য শঙ্খ” গানটি। এটিও বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
এছাড়া, একসঙ্গে প্রায় দেড় হাজার সাধুসন্ত ওইদিন ব্রিগেড ময়দানে শান্তিস্তোত্র পাঠ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷ এটিও বিশ্ব রেকর্ড হতে পারে। ইতিমধ্যেই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মাঝে লক্ষ কণ্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে বিশ্ব রেকর্ডের হাতছানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
December 20, 2023 7:26 PM IST