Suvendu Adhikari: গীতাপাঠ অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রী! এবার কী করবে বিজেপি? খোলসা করলেন শুভেন্দু-সুকান্তরা
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। সঙ্গে ছিলেন গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক ও সাধু সন্তরাও।
কলকাতা: ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী। তবে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব।’ বললেন শুভেন্দু অধিকারী। গতকাল, মঙ্গলবার নিউজ এইট্টিন বাংলাই প্রথম জানায় যে, আগামী ২৪ শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই মঙ্গলবার রাতেই তড়িঘড়ি বিজেপির সল্টলেক কার্যালয়ে গীতাপাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে রাজ্য বিজেপি। যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। সঙ্গে ছিলেন গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক ও সাধু সন্তরাও।
বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এটা সাধু সন্ত সমাজের অনুষ্ঠান। আমরা যেহেতু রাষ্ট্রবাদী ও সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করি তাই আমরা পরিবারের সদস্য হিসেবে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু আপনারা কেউ আমাদের মূল মঞ্চে দেখতে পাবেন না।’’
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
শুভেন্দু এ-ও বলেন, ‘‘আমরা সেই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব এবং মঞ্চে নয়, মঞ্চের নীচে বসে গীতা পাঠে অংশ নেব।’’ শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘আদি গুরু শঙ্করাচার্য থেকে বিভিন্ন মঠ মিশন ও বিভিন্ন প্রান্তের প্রথম সারির আশ্রম থেকে প্রায় সাড়ে তিন হাজার সন্ন্যাসী গীতা পাঠের অনুষ্ঠানে অংশ নেবেন।’’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সহ অনেককেই আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছিলেন লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আসার জন্য। প্রধানমন্ত্রী আসার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। তবে তিনি আসছেনই এমন চূড়ান্ত সূচি ছিল না। অন্তত এখন তেমনটাই জানাচ্ছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা৷ প্রধানমন্ত্রীর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকার জন্য তিনি আসছেন না বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে সাধু সমাজকে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ SLST চাকরিপ্রার্থীরা! রাস্তায় বসে কান্নাকাটি, ‘স্যর একটা অন্তত ব্যবস্থা করে দিন..’
‘‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। তবুও আমরা সাধু সমাজ যারা লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে ’’, মন্তব্য শুভেন্দু অধিকারীর। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ‘‘এই অনুষ্ঠানের সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে রয়েছে। অনুষ্ঠান সফল হবেই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 20, 2023 6:46 PM IST