TRENDING:

Sealdah Train Accident || কীভাবে ঘটল এই ভয়াবহ বিপদ? শিয়ালদহ ট্রেন দুর্ঘটনায় সামনে আসছে চমকে দেওয়া তথ্য

Last Updated:

Sealdah Train Accident || রেলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই মোটরম্যান যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। এর আগে কখনও কোন সমস্যা তাঁর কাজে ধরা পড়েনি। তাই তিনি কী করে সিগন্যাল ও ফাউলিং মার্ক একসঙ্গেই নজর এড়ালেন তা নিয়ে প্রশ্ন উঠছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটা মারাত্মক ভুলে শিয়ালদহ স্টেশনে ঘটে গিয়েছে চরম দুর্ঘটনা। আপাতত সাসপেন্ড শান্টিং মোটরম্যান একে প্রভাকরের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে গাফিলতির নির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানাচ্ছেন রেল আধিকারিকেরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যে দুর্ঘটনাটি ঘটেছে তাকে এককথায় রেলের আধিকারিকেরা বলেন SPAD বা Signal Passed at Danger।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

শিয়ালদহ ডিভিশন এশিয়ার অন্যতম বৃহত্তম টার্মিনাল। সেখানে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই অঞ্চলটি আরআরআই বা রুট রিলে ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থার অন্তর্ভুক্ত। মোটরম্যান নিজে থেকে ভুল না করলে এই দুর্ঘটনা ঘটত না।

আরও পড়ুন: অধিকারীদের 'শান্তিকুঞ্জে' হাইকোর্টের 'সুরক্ষা বর্ম'! কাঁথিতে অভিষেকের সভা নিয়ে 'বড়' নির্দেশ আদালতের!

advertisement

এই তাড়াহুড়োর প্রবণতা নিয়েই চিন্তিত রেল। তাই মোটরম্যান বা গার্ডদের বলা হচ্ছে, তাড়াহুড়ো করার আগে ভাবুন, যাত্রী সুরক্ষার কথা। যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব মোটরম্যানদের। তাঁদের ভুল ত্রুটি হলে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকেরা দুর্ঘটনাস্থল পরীক্ষা করেছেন। পরীক্ষা করেছেন ক্ষতিগ্রস্ত রেক। এমনকি কারশেডে গিয়ে রেক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথাও বলেছেন। আপাতত রেক নিয়ে কোনও ত্রুটি ধরা পড়েনি তাঁদের কাছে৷ তাঁদের অবাক করেছে, দুর্ঘটনাগ্রস্ত রেকের শান্টিং মোটরম্যানের ভূমিকা।

advertisement

রেলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই মোটরম্যান যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। এর আগে কখনও কোন সমস্যা তাঁর কাজে ধরা পড়েনি। তাই তিনি কী করে সিগন্যাল ও ফাউলিং মার্ক একসঙ্গেই নজর এড়ালেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দুটি লাইন যেখানে একসঙ্গে এসে মিশেছে তার আগেই নির্ধারিত দূরত্বে রয়েছে ফাউলিং মার্ক। সাদা স্ল্যাব দিয়ে একেবারে ফ্লুরোসেন্ট কালারে পেন্ট করা থাকে। যা দিন ও রাতে স্পষ্ট ভাবে দেখা যায়। শান্টিং সিগন্যাল উপেক্ষা করলেও, এই ফাউলিং মার্ক উপেক্ষা করা চালকের অনুচিত৷

advertisement

আরও পড়ুন: বেসরকারি ল’কলেজ অনুমোদন, পার্থর কাছে মানিকের সুপারিশ বলছে ইডি

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ফাঁকা ট্রেন ঢুকছিল কারশেডে। সেই সময় রানাঘাট লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল। মাঝে শিয়ালদহ ডিআরএম অফিস পেরলে খালি রেকটি রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত তাড়াহুড়ো করতে চেয়েছিলেন শান্টিং মোটরম্যান। আর তার জেরেই এই দুর্ঘটনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Train Accident || কীভাবে ঘটল এই ভয়াবহ বিপদ? শিয়ালদহ ট্রেন দুর্ঘটনায় সামনে আসছে চমকে দেওয়া তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল