পাশাপাশি পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে কুয়াশার দাপট বেশি থাকবে, তবে বেলা বাড়লে শীতের অনুভূতি তুলনামূলক কমবে। আগামী ৩–৪ দিন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
উত্তর ও দক্ষিণবঙ্গ—দু’জায়গাতেই আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে, এবং আগামী ৪–৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন– সৌদি আরবে বাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভারতীয় কে? তিনি কীভাবে জীবিত ফিরে এলেন জানুন
advertisement
আগামী চার দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের তিন দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভোরবেলা কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।
আরও পড়ুন– আর্জেন্টিনায় বর্ণবিদ্বেষী ট্রোলিংয়ের মুখে ভারতীয় পর্যটক ! রক্ষা করলেন স্থানীয়রা
বাতাসের দিক পরিবর্তনের জন্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। উত্তরবঙ্গে নীচের দিকের জেলাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। ভোরের দিকে অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। বেলা বাড়লেও গরম লাগেনি। আলিপুর আবহাওয়া দফতর বলছে তাপমাত্রা কিছুটা বাড়বে। তাই এখনই সেভাবে শীত পড়ছে না বঙ্গে।
