ঘাতক গাড়িতে থাকা তিনজন সওয়ারিই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ।
advertisement
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সায়েন্স সিটি-র দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি হঠাৎ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মা ফ্লাইওভারে উঠেই ডিভাইডার এ ধাক্কা মারে। শুধু তাই নয় ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি কিছুটা এগিয়ে সামনে থাকা অন্য একটি চার চাকা গাড়ি ও একটি বাইকে ধাক্কা মারে।
আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে হাড় ‘বাঁকা’ হতে শুরু করে বলুন তো…? সঠিক ‘উত্তর’ জানা জরুরি!
ঘাতক গাড়িতে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছে । ঘাতক গাড়ির ড্রাইভারের শারীরিক কোনও আঘাত না থাকলেও কথা বলার অবস্থায় না থাকায় তিনি মানসিক ভাবে স্থিতিশীল না থাকায় তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।
ঘাতক গাড়িতে থাকা মোট চারজন এসএসকেএম এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। তবে ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা গাড়ির গতি অতিরিক্ত ছিল না খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক।
