TRENDING:

Maa Flyover Accident: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! পরপর চারচাকা গাড়ির ধাক্কা, গুরুতর আশঙ্কাজনক ৩

Last Updated:

Maa Flyover Accident: রুবির মোড়ের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ফ্লাইওভারে থাকা আরও একটি চারচাকা গাড়িতে ও বাইকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় তিনজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মা ফ্লাইওভারের উপর ফের দুর্ঘটনা। রুবির মোড়ের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ফ্লাইওভারে থাকা আরও একটি চারচাকা গাড়িতে ও বাইকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় তিনজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।
মা ফ্লাইওভারে দুর্ঘটনা
মা ফ্লাইওভারে দুর্ঘটনা
advertisement

ঘাতক গাড়িতে থাকা তিনজন সওয়ারিই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ।

আরও পড়ুন: সোমবার থেকে বুধবার…! দক্ষিণবঙ্গের আবহাওয়ায় মেগা ‘ট্যুইস্ট’! মাটি হবে সরস্বতী পুজো? বড় আপডেট দিয়ে দিল IMD

advertisement

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সায়েন্স সিটি-র দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি হঠাৎ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মা ফ্লাইওভারে উঠেই ডিভাইডার এ ধাক্কা মারে। শুধু তাই নয় ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি কিছুটা এগিয়ে সামনে থাকা অন্য একটি চার চাকা গাড়ি ও একটি বাইকে ধাক্কা মারে।

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে হাড় ‘বাঁকা’ হতে শুরু করে বলুন তো…? সঠিক ‘উত্তর’ জানা জরুরি!

advertisement

ঘাতক গাড়িতে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছে । ঘাতক গাড়ির ড্রাইভারের শারীরিক কোনও আঘাত না থাকলেও কথা বলার অবস্থায় না থাকায় তিনি মানসিক ভাবে স্থিতিশীল না থাকায় তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

সেরা ভিডিও

আরও দেখুন
দায়িত্ব অনেক! সিভিকের ডিউটি করে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বর্ষা ঘোড়াই
আরও দেখুন

ঘাতক গাড়িতে থাকা মোট চারজন এসএসকেএম এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। তবে ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা গাড়ির গতি অতিরিক্ত ছিল না খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maa Flyover Accident: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! পরপর চারচাকা গাড়ির ধাক্কা, গুরুতর আশঙ্কাজনক ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল